Advertisement
E-Paper

পূর্বসূরি নিয়ে আলাদা ভাবতে চান না মলিনা

পাহাড় জয়ের পর চব্বিশ ঘণ্টাও কাটেনি। কিন্তু তার মধ্যেই নতুন মিশনে নেমে পড়ল আটলেটিকো দে কলকাতা। মিশন— আন্তোনিও লোপেজ হাবাস।

সোহম দে

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৬ ০৩:১৪
এটিকে-র দীপাবলি। বারাসতের একটি কালীপুজো মণ্ডপে দেবজিৎ, হিউম, পস্টিগা, প্রীতমরা। শনিবার সন্ধ্যায়। ছবি: উৎপল সরকার।

এটিকে-র দীপাবলি। বারাসতের একটি কালীপুজো মণ্ডপে দেবজিৎ, হিউম, পস্টিগা, প্রীতমরা। শনিবার সন্ধ্যায়। ছবি: উৎপল সরকার।

পাহাড় জয়ের পর চব্বিশ ঘণ্টাও কাটেনি। কিন্তু তার মধ্যেই নতুন মিশনে নেমে পড়ল আটলেটিকো দে কলকাতা।

মিশন— আন্তোনিও লোপেজ হাবাস।

শুক্রবার নর্থইস্ট ইউনাইটেডকে ২-১ হারিয়ে আপাতত শীর্ষে এটিকে। শনিবার গুয়াহাটি বিমানবন্দরে যে আটলেটিকোকে পাওয়া গেল, তারা তাই স্বাভাবিক ভাবেই ফুরফুরে, জয়ীর মেজাজে। হিউম গান শুনতে শুনতে মুখে লিপসিঙ্ক করার চেষ্টা করছেন। নর্থইস্ট ম্যাচের নায়ক হেল্ডার পস্টিগাকে আবার দেখা গেল, ভক্তদের সেলফির আবদার মেটাচ্ছেন। আর এটিকে কোচ মলিনা? বিমানবন্দরে এককোণে দাঁড়িয়ে ছিলেন। আলবার্তো মারেরোর সঙ্গে। নর্থইস্ট ম্যাচের প্রসঙ্গ তুলতেই যিনি বলে বসলেন, ‘‘আমি তো কেচ ছিলাম না। যাঁরা ছিল, তাঁদের জিজ্ঞেস করুন।’’

নিছকই ইয়ার্কি। মলিনা পরে বলছিলেন, ‘‘নর্থইস্ট জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। কঠিন অ্যাওয়ে ম্যাচ ছিল। তিন পয়েন্ট পেয়ে ভাল লাগছে। এরপর পুণে ম্যাচ। ওরা ভাল দল।’’ টানা এক সপ্তাহ কোনও ম্যাচ নেই। এই সময়টাকে ফিটনেস প্রখর করতে কাজে লাগাতে হবে, সেটাও মনে করিয়ে দিচ্ছেন এটিকের স্প্যানিশ কোচ। ‘‘এখন এই সময়টা নিজেদের গুছিয়ে নিতে হবে। বিশ্রামের সময়টাকে কাজে লাগাতে হবে। কারণ এরপরে তো আবার সামনে পুণের মতো ভাল দল।’’

পুণে প্রসঙ্গ উঠলে স্বাভাবিক ভাবে হাবাসের নামও উঠবে। উঠলও। উঠতে এটাও স্বাভাবিক আন্তোনিও লোপেজ হাবাসের নামটাও উঠবে। তাঁর টিমের সামনে এটিকে মানে তো, একদিক থেকে এটিকে বনাম এটিকে! কিন্তু টিমের বর্তমান কোচ যুদ্ধকে সে ভাবে দেখতে চান না। বরং বলে দিলেন, ‘‘হ্যাঁ হাবাস আছে। কিন্তু আমার কাছে পুণে ম্যাচটা বাকি সমস্ত ম্যাচের মতোই। আলাদা কিছু নয়।’’

মলিনাকে স্বস্তি দিচ্ছে পস্টিগার ফর্ম। এত দিন পর মাঠে ফিরলেন পতুর্গিজ তারকা। আর ফিরেই গোল। ‘‘টিমের মার্কি প্লেয়ার গোল পেলে কার না ভাল লাগে। আমারও লাগছে।’’

কিন্তু নিজেকে ওই ভাললাগাতেই সীমাবদ্ধ রাখতে চাইছেন এটিকে কোচ। কোনও বাড়াবাড়ি চাইছেন না। কারণ তিনি জানেন এই যে এক নম্বরের সিংহাসন, তার কোনও দামই থাকবে না পরের ম্যাচগুলোয় ভাল না করতে পারলে। তিনি চান পরের সাতটাতেও জিততে, কিন্তু জানেন সেটা সহজ হবে না। এ বারের আইএসএলে শেষ পর্যন্ত কী দাঁড়াবে, কোথায় থাকবে টিম, তা নিয়ে তাই ভবিষ্যদ্বাণীর রাস্তায় গেলেন না মলিনা। শুধু বললেন, ‘‘খুব কঠিন লিগ। দেখা যাক কী হয়।’’

ATK Malina
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy