অস্ট্রেলীয় অলরাউন্ডার জেমস ফকনারের জন্মদিন ছিল গতকাল, সোমবার। ২৯ এপ্রিল জীবনের ২৯তম বছরে পা দিয়েছেন এই ক্রিকেটার। মা ও প্রিয় বন্ধুর সঙ্গে জন্মদিনের নৈশভোজের ছবি তিনি পোস্ট করেছিলেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তার পরই নেটিজেনদের প্রশ্নবাণে বিদ্ধ হয়েছিলেন তিনি। সকলের প্রশ্ন ছিল ফকনারের প্রিয় বন্ধুই কি তাঁর পুরুষ সঙ্গী? ফকনার কি গে?
জন্মদিনের ইনস্টাগ্রাম পোস্টকে ঘিরে এই সব প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় দানা বাঁধার কয়েক ঘণ্টার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই অস্ট্রেলীয় অলরাউন্ডার। নিজের ছবি-সহ সেই ইনস্টাগ্রাম পোস্টে ফকনার জানালেন, তিনি গে নন।
নিজের যৌন প্রবণতা বর্ণনাকারী সেই পোস্টে তিনি বলেছেন, ‘‘গত রাতের আমার পোস্ট নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি গে নই। যদিও এলজিবিটি কমিউনিটির প্রতি আমার সমর্থন রয়েছে। তাঁদেরকে কেউ সমর্থন করছে দেখলে আমি খুব খুশি হই।’’ এরপরই তিনি মনে করিয়ে দিয়েছেন, ভালবাসা ভালবাসাই। তার কোনও প্রকারভেদ হয় না। আর ফকনারের যে বন্ধুকে নিয়ে এত কৌতুহল নেটিজেনদের, সেই রব জুবাকে নিজের সম্পর্কে তিনি বলেছেন, ‘‘ও আমার খুব ভাল বন্ধু।’’
ফকনারের জন্মদিনের নৈশভোজের সেই ছবি নিয়ে কমেন্ট করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ফকনারের ব্যাখ্যার পর তাঁর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে তারা।
আরও পড়ুন: মারা গিয়েছে মা, মাসের পর মাস বাবা ধর্ষণ করল ৮ বছরের শিশুকে
আরও পড়ুন: বিয়ের মণ্ডপেও পাবজি খেলছে বর! ভিডিয়ো ভাইরাল