জানুয়ারিতে মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন হওয়া নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে।
‘দ্য টেনিস চ্যানেল’-এ প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে যে ভিক্টোরিয়ার সরকার ডিসেম্বরের মাঝামাঝি সময়েও খেলোয়াড়দের আসার অনুমতি দেবে না। যা জানা গিয়েছে, তাতে এই ব্যাপারে সিদ্ধান্তে হয়তো অনড় থাকবে সরকার। ফলে, ডিসেম্বরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় পৌঁছবেন খেলোয়াড়রা।
টেনিস অস্ট্রেলিয়া যদিও আশাবাদী যে ১৪ দিনের কোয়রান্টিনের সময় খেলোয়াড়রা অনুশীলন করতে পারবেন। ১২ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ান ওপেনের যোগ্যতা অর্জনের পর্ব শুরু। ফলে, কোয়রান্টিনের সময় খেলোয়াড়রা অনুশীলন করতে পারলে প্রস্তুতিতে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু, তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। তবে তা এখনও সম্ভব। যুক্তরাষ্ট্র ওপেনের সময় নিউইয়র্কে যেমন কোয়রান্টিনের সময় অনুশীলন করেছিলেন খেলোয়াড়রা।
আরও পড়ুন: ব্যক্তিগত কারণে ভারতের বিরুদ্ধে সিরিজ থেকে সরলেন কেন রিচার্ডসন