Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Tennis

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে চিচিপাস, তৃতীয় ট্রফির খোঁজে আজারেঙ্কা

২০১২ এবং ২০১৩-য় পর পর দু’বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন আজারেঙ্কা। তাঁকে এ বারও পুরনো ছন্দেই পাওয়া যাচ্ছে। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠে গেলেন স্টেফানোস চিচিপাসও।

চিচিপাস মঙ্গলবার তিনি জিরি লেহেকাকে হারালেন ৬-৩, ৭-৬, ৬-৪ গেমে।

চিচিপাস মঙ্গলবার তিনি জিরি লেহেকাকে হারালেন ৬-৩, ৭-৬, ৬-৪ গেমে। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ২২:৩৯
Share: Save:

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠে গেলেন স্টেফানোস চিচিপাস এবং কারেন খাচানভ। মেয়েদের বিভাগে সেমিফাইনালে উঠেছেন দু’বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং এলেনা রেবাকিনা। বুধবার কোয়ার্টার ফাইনালে নামবেন নোভাক জোকোভিচ।

এর আগে ফরাসি ওপেনের ফাইনালে উঠে হেরে গিয়েছিলেন চিচিপাস। এ দিন তিনি জিরি লেহেকাকে হারালেন ৬-৩, ৭-৬, ৬-৪ গেমে। চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় মাঝে মধ্যে তাঁকে চাপে ফেললেও গ্রিসের চিচিপাস স্নায়ু ধরে রেখে ম্যাচ জিতে আসেন।

ম্যাচের পর বলেছেন, “ভালই লাগছে নিজের পারফরম্যান্স দেখে। আজকের ম্যাচটা একটু অন্য ধরনের ছিল। সমস্যার সমাধান শেষ দিকে এসে পেয়েছি।” চিচিপাস জিতলেও হেরে গেলেন সেবাস্তিয়ান কোরদা। বাবার মতো অস্ট্রেলিয়ান ওপেন জেতা এ বার অন্তত হল না। চোট পেয়ে ছাড়তে হল ম্যাচ। প্রথম দুই সেটে আগেই ৬-৭, ৩-৬ গেমে হেরে গিয়েছিলেন কোরদা। তৃতীয় সেটেও পিছিয়ে ছিলেন ০-৩ গেমে। এরপর কব্জির ব্যথায় খেলা চালিয়ে যেতে পারেননি।

ম্যাচের পর খাচানভ বলেছেন, “যে ভাবে জিততে চেয়েছিলাম সেটা হল না। তবে যতটুকু খেলেছি, বেশ ভাল লড়াই হয়েছে। আত্মবিশ্বাস বেড়েছে আমার। আপাতত সেমিফাইনালের দিকে তাকিয়ে আছি।” সেমিফাইনালে চিচিপাস এবং খাচানভ একে অপরের বিরুদ্ধে খেলবেন।

২০১২ এবং ২০১৩-য় পর পর দু’বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন আজারেঙ্কা। তাঁকে এ বারও পুরনো ছন্দেই পাওয়া যাচ্ছে। দু’বছর আগে যে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম রাউন্ডে হেরেছিলেন, এ দিন সেই জেসিকা পেগুলাকেই ৬-৪, ৬-১ গেমে স্ট্রেট সেটে হারিয়ে সেমিফাইনালে উঠলেন তিনি।

“অনেক র‌্যালি হয়েছে ম্যাচে। কিন্তু কোনও সময় ম্যাচ হাতের বাইরে বেরিয়ে যেতে দিইনি। নিজের পরিকল্পনার উপর ভরসা রেখেছি।” ম্যাচের পর বলেন আজারেঙ্কা। তিনি সেমিফাইনালে খেলবেন রেবাকিনার বিরুদ্ধে। কাজাখস্তানের রেবাকিনা এ দিন ৬-২, ৬-৪ গেমে হারালেন প্রাক্তন ফরাসি ওপেন বিজয়ী ইয়েলেনা অস্তাপেঙ্কোকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE