ফের বৃষ্টি! বৃষ্টিতে পরিত্যক্তই হয়ে গেল সিরিজের টি-টোয়েন্টি। রান তাড়া করতে মাঠে নামতেই হল না ভারতকে। ফলে রবিবার সিডনিতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হয়ে উঠল নির্ণায়ক। ০-১ পিছিয়ে থাকা ভারত ওই ম্যাচে নামবে সিরিজে সমতা ফেরাতে।
শুক্রবার মেলবোর্নে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। ১৯ ওভারে অজিরা যখন সাত উইকেটে ১৩২, তখনই নামে বৃষ্টি। খেলা আর শুরু করা যায়নি। বার দুয়েক ভারতকে ডাকওয়ার্থ-লুইস নিয়মে টার্গেট দেওয়া হয়েছিল। প্রথমবার ঠিক হয়, ১৯ ওভারে ভারতকে করতে হবে ১৩৭ রান। কিন্তু ফের নামে বৃষ্টি। পরিবর্তিত টার্গেট দাঁড়িয়েছিল ১১ ওভারে ৯০ রানের। কিন্তু, খেলা শুরু হয়নি আবার বৃষ্টি চলে আসায়।
সিরিজে সমতা ফেরানোর জন্য বিরাট কোহালির দলকে জিততেই হত এই ম্যাচ। ব্রিসবেনে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চার রানে হেরেছিল ভারত। এই ম্যাচ তাই সিরিজে বেঁচে থাকার লড়াই ছিল। ভাল শুরুও করেছিলেন কোহালিরা। প্রথম ওভারেই ফিরে যান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাঁকে ফেরানো ভুবনেশ্বর কুমারই ভারতের সফলতম বোলার। তিনি তিন ওভারে ২০ রানে নেন দুই উইকেট। বাঁ-হাতি পেসার খলিল আহমেদও নেন দুই উইকেট। তবে তিনি দেন ৩৯ রান। জশপ্রীত বুমরা (১-২০), কুলদীপ যাদব (১-২৩), ক্রুনাল পান্ড্যরা (১-২৮) কেউ বেশি রান দেননি।