খুলনায় আজ রেকর্ডের দিন। তৃতীয় ম্যাচ হেরে সিরিজ কঠিন করে ফেলেছে দল। কিন্তু স্পেশাল দিনে ম্যাচ জিতে সিরিজ দখলে নেওয়াই আসল লক্ষ্য। রেকর্ডের তালিকাটাও কম দীর্ঘ নয়। সঙ্গে রয়েছে বেশ কিছু কাকতালীয় ঘটনাও।
খুলনার এই শেখ আবু নাসের স্টেডিয়ামেই প্রথম টি২০ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। কাকতালীয় হলেও সত্যি। ৯বছর ১মাস ২৪দিন পর সেই খুলনার মাঠেই টি২০ ম্যাচ খেলার হাফ সেঞ্চুরি করতে চলেছে বাংলাদেশ। সেই ম্যাচ জিতেওছিল দল। টেস্ট কিংবা ওয়ান ডে-তে এমন কোনও রেকর্ড নেই। এখানেই শেষ নয়। রেকর্ডের বাকি রয়েছে আরও। বাংলাদেশের টি২০ অভিষেক ম্যাচের সেই দলে ছিলেন মাশরাফি ও সাকিব। দু’জনেই রয়েছেন ৫০তম ম্যাচেও। প্রতিপক্ষও সেই জিম্বাবোয়েই। বাংলাদেশের অভিষেক ম্যাচে দলের কোচ ছিলেন ডাভ হোয়াটমোর সেই কোচই এবার প্রতিপক্ষ দলের দায়িত্বে।
জানার বাকি রয়েছে আরও। দলের সঙ্গে রেকর্ডের সামনে দাঁড়িয়ে প্লেয়ারও। বাংলাদেশের ৫০তম টি২০ ম্যাচের দিনই টি২০-তে ৫০তম উইকেটের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান। এক উইকেট নিলেই দেশের প্রথম বোলার হিসেবে করে ফেলবেন রেকর্ড। দু’দিন আগেই সব ফর্ম্যাটের ক্রিকেটে ৪০০ উইকেট ও ৮ হাজার রানের রেকর্ড করে ফেলেছেন সাকিব।