Advertisement
০৫ মে ২০২৪

পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল

পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খান। এই মুহূর্তে বাংলাদেশে চলছে এশিয়া কাপ। সেখানেই এসেছিলেন পিসিবি-র চেয়ারম্যান। বাংলাদেশ থেকে দেশে ফিরেই এই তথ্য জানিয়েছেন তিনি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ১৫:৫৬
Share: Save:

পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খান। এই মুহূর্তে বাংলাদেশে চলছে এশিয়া কাপ। সেখানেই এসেছিলেন পিসিবি-র চেয়ারম্যান। বাংলাদেশ থেকে দেশে ফিরেই এই তথ্য জানিয়েছেন তিনি। যাতে বোঝাই যাচ্ছে বাংলাদেশে থাকার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে শাহরিয়র খানের। তবে কবে হবে এই টুর্নামেন্ট সে নিয়ে এখনও নিশ্চিত করে কেউই কিছু বলতে পারেনি। এশিয়া কাপ শেষ হলেই শুরু হয়ে যাবে টি২০ বিশ্বকাপ। যদি হয় তাহলে তার পরই কোনও সময় ঠিক করা হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে এই বিষয়ে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। শাহরিয়র কান স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ লাহোর ও করাচিতে ম্যাচ খেলতে চেয়েছে। ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার পরই পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছিল অন্যান্য দেশ।

পাশাপাশি, পাকিস্তানের টি২০ বিশ্বকাপে ভারতে খেলতে আসা নিয়েও যে জটিলতা ছিল সেটা মিটে গিয়েছে। তিনি বলেছেন, ২০০৪ ও ২০০৬ সালে পাকিস্তানে খেলতে আসা ভারতীয় দলকে উচ্চ মাত্রার নিরাপত্তা দিয়েছিল ভারত। এবার ভারতের দায়িত্ব আমাদের দলকে সেই নিরাপত্তা দেওয়া।

আরও খবর

ভিলেন পেশির চোট, এশিয়া কাপে আর নেই মুস্তাফিজুর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bangladesh pakistan cricket series
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE