Advertisement
০৩ মে ২০২৪
India

ইডেনে হবে দিন-রাতের টেস্ট, সৌরভের প্রস্তাবে সায় বাংলাদেশের

টেস্ট ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ এখন কমে যাচ্ছে। গ্যালারি ভর্তি হয় না।

ইডেনে হবে দিন-রাতের টেস্ট। —ফাইল চিত্র।

ইডেনে হবে দিন-রাতের টেস্ট। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ২০:০৫
Share: Save:

নভেম্বরে ইডেনে ইতিহাস। ভারতের মাটিতে দিন-রাতের টেস্ট খেলতে রাজি হয়েছে বাংলাদেশ। সেই টেস্ট খেলা হবে গোলাপি বলে। ফলে ২২ নভেম্বর ক্রিকেট-উৎসবে মেতে উঠবে কলকাতা।

বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসার পরেই সৌরভ গঙ্গোপাধ্যায় দিন-রাতের টেস্ট খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছিলেন। ভারতের প্রস্তাব পেয়ে সময় চেয়ে নিয়েছিল পদ্মাপাড়ের ক্রিকেট বোর্ড। আজ, মঙ্গলবার বাংলাদেশের ক্রিকেটার ও কোচের সঙ্গে কথা বলার পরে বিসিবি জানিয়ে দেয়, ভারতের প্রস্তাবে তারা রাজি।

বাংলাদেশের ক্রিকেট এ দিন সাকিব আল হাসানকে নিয়েই ব্যস্ত ছিল। এর মধ্যেই ক্রিকেট অপারেশনস ম্যানেজার ও প্রাক্তন ক্রিকেটার আক্রম খান বাংলাদেশের ক্রিকেট কোচ রাসেল ডোমিঙ্গোকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে এসে জানিয়ে দেন, দিন-রাতের টেস্ট খেলতে তারা রাজি। গোলাপি বলে টেস্ট খেলেনি কোনও দেশই। ইডেন দেখবে দারুণ এক টেস্ট ম্যাচ।

আরও পড়ুন: সাকিব আল হাসানকে ২ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি

বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরেই দিন-রাতের টেস্ট খেলার উপরে জোর দেন সৌরভ। টেস্ট ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ এখন কমে যাচ্ছে। গ্যালারি ভর্তি হয় না। দিন-রাতের টেস্ট হলে মাঠ ভরবে বলেই আশাবাদী ক্রিকেটবিশেষজ্ঞরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE