Advertisement
২৬ এপ্রিল ২০২৪
mahmudullah

করোনা আক্রান্ত বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ

ইতিমধ্যেই মাহমুদুল্লাহ নিজেকে কোয়ারান্টিনে রেখেছেন।

করোনা আক্রান্ত মাহমুদুল্লাহ। ছবি: আইসিসি

করোনা আক্রান্ত মাহমুদুল্লাহ। ছবি: আইসিসি

সংবাদ সংস্থা
ঢাকা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২০ ১৫:৪০
Share: Save:

করোনা আক্রান্ত বাংলাদেশের টি২০ অধিনায়ক মাহমুদুল্লাহ। ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলা পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে অফে পাওয়া যাবে না তাঁকে। করোনাভাইরাসের জন্য বন্ধ হয়ে যাওয়া পিএসএল ফের শুরু হতে চলেছে আগামী সপ্তাহে শনিবার থেকে। সেই টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি।

ইতিমধ্যেই মাহমুদুল্লাহ নিজেকে কোয়ারান্টিনে রেখেছেন। তিনি বলেন, “আমার জ্বর ছিল না, অন্য কোনও উপসর্গও ছিল না। শুধু একটু ঠাণ্ডা লেগেছিল। অবাক হয়েছি আমার করোনা রিপোর্ট পজিটিভ আসায়। ৬ নভেম্বর প্রথম করোনা হয়েছে জানতে পারি, গতকাল দ্বিতীয় রিপোর্টও পজিটিভ আসে।” পিএসএলে মুলতান সুলতানসের হয়ে তিনি সই করেছিলেন ইংরেজ অলরাউন্ডার মইন আলির পরিবর্তে। সোমবার তাঁর ঢাকা থেকে করাচির উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল।

পিএসএলের প্লে অফের ৪টি ম্যাচই হবে করাচিতে। মাহমুদুল্লাহ বলেন, “সুযোগ পেয়েও পিএসএলে খেলতে না পারার জন্য আমি হতাশ। এমন এক প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে কিছু ম্যাচ খেলতে পারা বড় সুযোগ। আপাতত তাড়াতাড়ি সুস্থ হওয়াই প্রথম লক্ষ্য। চেষ্টা করব বঙ্গবন্ধু টি২০ কাপে খেলার।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mahmudullah Bangladesh Cricket PSL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE