ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শাকিব আল হাসানের উইকেটে লাথি মারার ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বকে। তবে শুধু শাকিব নন, পরে একটি ম্যাচে বাংলাদেশের টি২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহও আম্পায়ারের সিদ্ধান্তে বিরক্ত হয়ে পিচের ওপর শুয়ে পড়েন। খেলা বন্ধ করার দাবি জানাতে থাকেন তিনি। এই দুই ঘটনার প্রতিবাদে এবার আম্পায়ারিং ছাড়লেন বাংলাদেশের মনিরুজ্জমান।
মনিরুজ্জমান বলেন, ‘‘শাকিব যে ম্যাচে এই কান্ড ঘটিয়েছে, সেই ম্যাচে আমি না থাকলেও ওঁর এই ব্যবহার আমায় আঘাত দিয়েছে। এটা আমার পক্ষে হজম করা কঠিন। আর মাহমুদুল্লাহ যা করেছে তা আমি খুব কাছ থেকে দেখেছি। বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম একটা সময়। সেই কারণেই আমি আম্পায়ারিং ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’’
বাংলাদেশে আম্পায়ার হিসেবে যথেষ্ট নামডাক রয়েছে মনিরুজ্জমানের। মাহমুদুল্লাহ যে ম্যাচে এই কান্ড ঘটান, সেই ম্যাচে তৃতীয় আম্পায়ার ছিলেন তিনি। তবে শাকিবের ঘটনার দিন ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিল না তাঁর। তবুও সেই ঘটনায় বিরক্ত তিনি।