বাইশ গজ যে ক্রিকেটের সবচেয়ে বড় রহস্য, তা বারবার প্রমাণ হলেও উইকেট-চর্চা কখনও থামেনি। আসন্ন ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট যুদ্ধ শুরুর আগেও স্বাভাবিক ভাবেই অব্যাহত সেই জল্পনা। আগ্রহ বাড়ছে ইডেনের উইকেট ঘিরে। গত বছর এই সময়ে ভারত-নিউজিল্যান্ড টেস্টে ইডেন পিচের চরিত্রে অপ্রত্যাশিত পরিবর্তন দেখে অনেকে যা অবাক হয়েছিলেন, তার পরে এ বার ইডেনের বাইশ গজ নিয়ে কৌতূহল থাকাই স্বাভাবিক।
এই কৌতূহল মেটাতে বাংলার রঞ্জি ক্রিকেটারদের পূর্বাভাস, ইডেনের বাইশ গজে সম্ভবত বড় স্কোর অপেক্ষা করে আছে বিরাট কোহালি ও স্টিভ স্মিথদের জন্য। বুধবার ইডেনের নতুন উইকেটে অনুশীলনের পরে অন্তত সে রকমই ধারণা তাঁদের। সব ঠিকঠাক চললে ২১ সেপ্টেম্বর ইডেনে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে রানের ফোয়ারা দেখা যেতে পারে।
ঠিক এক সপ্তাহ পরেই ইডেনে ফের আন্তর্জাতিক ক্রিকেটের আসর। ভারত-অস্ট্রেলিয়া হাই ভোল্টেজ ওয়ান ডে যুদ্ধে ইন্ধন জোগানোর যথেষ্ট রসদ নাকি রয়েছে এই বাইশ গজে, যা এ বার নতুন করে তৈরি হয়েছে। এ দিন বাংলার সম্ভাব্য রঞ্জি দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যে ম্যাচ-পরিস্থিতিতে অনুশীলন করতে নেমেছিলেন এই উইকেটে। যার জন্য বোর্ডের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হয়েছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত অনুশীলনের পরে বাংলার কোচ সাইরাজ বাহুতুলে বলেন, ‘‘স্পোর্টিং উইকেট। বাউন্স ও ক্যারি ভাল রয়েছে। বল ব্যাটে ভাল আসছে। এই উইকেটে স্ট্রোক নেওয়া সহজ হবে ব্যাটসম্যানদের পক্ষে।’’ এ দিন কিছুক্ষণের জন্য স্লিপে ফিল্ডিং করতে দেখা যায় সাইরাজকে।