Advertisement
E-Paper

সহবাগের পরামর্শ মতো রঞ্জি ফরম্যাটে বদল আনল বোর্ড

সহবাগের এই সুপারিশেই শিলমোহর দিল বোর্ডের টেকনিক্যাল, ট্যুর এবং ফিক্সচার কমিটি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৭ ১৪:৪২
বদল আসছে রঞ্জির ফর্ম্যাটে।

বদল আসছে রঞ্জির ফর্ম্যাটে।

বীরেন্দ্র সহবাগের পরামর্শ মেনে নিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। গত বছরই সহবাগ পরামর্শ দিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটের ফরম্যাটে পরিবর্তন আনার বিষয়। বিশেষত রঞ্জি ট্রফির ক্ষেত্রে পরিবর্তন যে জরুরি তা বোর্ডকে জানিয়েছিলেন বীরু। সহবাগের যুক্তি ছিল ফরম্যাটে বদল আনলে এবং ম্যাচের সংখ্যা কমালে উপকৃত হবেন ফাস্ট বোলাররা। সহবাগের এই সুপারিশেই শিলমোহর দিল বোর্ডের টেকনিক্যাল, ট্যুর এবং ফিক্সচার কমিটি।

আরও পড়ুন: ‘আক্রম, মালিঙ্গার পর বুমরার ইয়র্কার সেরা’

আরও পড়ুন: হেরে গেলেও সাইনা দেখালেন তিনি ফুরিয়ে যাননি

গত মরসুম পর্যন্ত রঞ্জি ট্রফিতে লিগ পর্যায় দলগুলিকে আটটি করে ম্যাচ খেলতে হত। কিন্তু আসন্ন মরসুমে ম্যাচ সংখ্যা কমে হল ছয়। চলতি মরসুমে ২৮টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে সাতটি করে দল থাকবে।

এই বিষয় বোর্ডের এক আধিকারিক বলেন, “সহবাগের পরামর্শ মাথায় রেখে আমরা এই পরিবর্তন এনেছি। রঞ্জি ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে যাতে বোলাররা ঠিক মত বিশ্রাম পায় তার জন্য প্রতিটি ম্যাচের মধ্যে চার দিনের ব্যবধান রাখা হয়েছে।”

Virender Sehwag Ranji Trophy BCCI বীরেন্দ্র সহবাগ রঞ্জি ট্রফি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy