ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার দিন ঘোষণা হয়ে গেল। আগামী ৪ ডিসেম্বর সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের ওই বৈঠক হবে। কলকাতায় হবে এই বৈঠক। ওই দিনই গভর্নিং কাউন্সিলের দু’টি পদের জন্য নির্বাচন হবে।আগামী ১৭ নভেম্বরের মধ্যে বোর্ডের সদস্যরা নির্বাচনে তাদের প্রতিনিধির নাম মনোনীত করতে পারবে। ১৮ নভেম্বর তার খসড়া প্রকাশিত হবে। এই খসড়ায় কোনও নাম নিয়ে যদি কারও আপত্তি থাকে তা হলে ২০ নভেম্বরের মধ্যে তা জানাতে হবে।