Advertisement
E-Paper

প্রয়াত প্রাক্তন বিসিসিআই কর্তা এমভি শ্রীধর

শ্রীধরের প্রথম শ্রেনীর ক্রিকেটে সাফল্য নেহাৎই কম নয়। তাঁর ঝুলিতে রয়েছে ২১টি সেঞ্চুরি। তিনি সেই তিনজন হায়দরাবাদ ব্যাটসম্যানের মধ্যে পড়েন যাঁর দখলে রয়েছে প্রথমশ্রেনীর ট্রিপল সেঞ্চুরি। এই তালিকায় রয়েছেন ভিভিএস লক্ষ্মণ ও আব্দুল আজিম।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ২০:৫২
এমভি শ্রীধর। ছবি: সংগৃহীত।

এমভি শ্রীধর। ছবি: সংগৃহীত।

সদ্য বিসিসিআই-এর দায়িত্ব ছেড়েছিলেন প্রাক্তন এই হায়দরাবাদ ক্রিকেটার। ২০১৩ থেকে ছিলেন বিসিসিআই-এর ক্রিকেট অপারেশনসের জেনারেল ম্যানেজার। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৫১ বছরের এমভি শ্রীধরের। বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। শ্রীধরের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে।

আরও পড়ুন

অনুশীলনে গলায় তির বিঁধে আহত তিরন্দাজ

বিরাটের পাশেই মিতালি

শ্রীধরের প্রথম শ্রেনীর ক্রিকেটে সাফল্য নেহাৎই কম নয়। তাঁর ঝুলিতে রয়েছে ২১টি সেঞ্চুরি। তিনি সেই তিনজন হায়দরাবাদ ব্যাটসম্যানের মধ্যে পড়েন যাঁর দখলে রয়েছে প্রথমশ্রেনীর ট্রিপল সেঞ্চুরি। এই তালিকায় রয়েছেন ভিভিএস লক্ষ্মণ ও আব্দুল আজিম। ১৯৯৪এ অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে ৩৬৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সকালেই হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য নরসিংহ রাওয়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তখনই তাঁকে জানিয়েছিলেন, কয়েক সপ্তাহ ধরে শরীরটা ভাল নেই। ১২.৩০টার সময় শরীর বেশি খারাপ হলে ভাইকে ডেকে পাঠান শ্রীধর। এর পরই সুস্থ অনুভব করাই ভাইকে আসতে না করে দেন। তার এক ঘণ্টার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন। ২ নভেম্বর মেয়ের জন্মদিনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শ্রীধরন। কিন্তু সেটা অসমাপ্তই থেকে গেল।

Cricket Cricketer MV Sridhar BCCI এমভি শ্রীধর
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy