Advertisement
E-Paper

ভারতের ৫০০তম টেস্টে আমন্ত্রিত সব অধিনায়ক, বাদ আজহার

ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট কানপুরে শুরু হচ্ছে ২২ সেপ্টেম্বর থেকেই। আর যে টেস্টে ভারত তৈরি করতে চলেছে নতুন মাইল স্টোন। দেশের হয়ে ৫০০তম টেস্টটি খেলতে চলেছেন বিরাট কোহালিরা। এই টেস্টের টস হবে এমন একটি রুপোর কয়েন দিয়ে যেখানে লেখা থাকবে ৫০০ টেস্ট।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৮

ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট কানপুরে শুরু হচ্ছে ২২ সেপ্টেম্বর থেকেই। আর যে টেস্টে ভারত তৈরি করতে চলেছে নতুন মাইল স্টোন। দেশের হয়ে ৫০০তম টেস্টটি খেলতে চলেছেন বিরাট কোহালিরা। এই টেস্টের টস হবে এমন একটি রুপোর কয়েন দিয়ে যেখানে লেখা থাকবে ৫০০ টেস্ট। টেস্ট শুরুর আগে বেশ কিছু অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। পুরো বিষয়টির দায়িত্বে রয়েছেন রাজীব শুক্লা। তিনি বলেন, ‘‘বিসিসিআই চাইছে সব প্রাক্তন অধিনায়কদের সংবর্ধনা জানাতে। গ্রীন পার্কে এই সিরিজের চারটে টেস্টের মধ্যে প্রথম টেস্টটি হতে চলেছে। এর পর চিপক, ওয়াংখেড়ে ও ইডেন গার্ডেনস। সেই সব অধিনায়কদের আমরা সংবর্ধিত করব যাঁরা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন। বিসিসিআই-এর পক্ষ থেকে যাবতীয় আয়োজন করা হচ্ছে।’’

এই অধিনায়কদের তালিকায় থাকবেন নারি কনট্রাক্টর, চাঁদু বোর্দে, দীলিপ বেঙ্গসরকার, কপিল দেব, রবি শাস্ত্রী, সুনীল গাওস্কর, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, কৃষ্ণমাচারি শ্রীকান্ত। চিফ কোচ অনিল কুম্বলে তো থাকবেনই। রাহুল দ্রাবিরেরও থাকার সম্ভবনা রয়েছে। এই মুহূর্তে ইন্ডিয়া ‘এ’ দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় রয়েছেন তিনি। যা খবর ম্যাচ ফিক্সিংয়ে আজীবন নির্বাসিত হওয়ার জন্য অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে এই অনুষ্ঠানে ডাকা হচ্ছে না। দুস্থ ছেলে-মেয়েদের জন্য তৈরি করা হচ্ছে টি-শার্ট। যাতে লেখা থাকবে ‘৫০০তম টেস্ট’। সব ম্যাচে তারা স্টেডিয়ামে থাকবে। রাজীব শুক্লা বলেন, ‘‘প্রতিদিন ২০০০ ছেলে-মেয়ে খেলা দেখবে।’’ ভারতীয় ক্রিকেটের এই মাইল স্টোনে পৌঁছনোকে কেন্দ্র করে এলাহি আয়োজন করতে চলেছে বিসিসিআই।

আরও খবর

গোলাপি বলে সমর্থন নেই গম্ভীরের

India New Zealand 500th Test
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy