Advertisement
E-Paper

সিওএ-এর শো-কজ বিসিসিআই সচিবকে

সিওএ এও জানতে চেয়েছে অমিতাভ চৌধুরীর মাঝে মাঝেই বিদেশ সফরের কারণ। সঙ্গে দেশের মধ্যেও অত্যধিক বিভিন্ন জায়গায় ঘোরার কারণও জানতে চাওয়া হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুন ২০১৮ ২০:৩১
বিসিসিআই কার্যকরী সচিব অমিতাভ চৌধুরী। —ফাইল চিত্র।

বিসিসিআই কার্যকরী সচিব অমিতাভ চৌধুরী। —ফাইল চিত্র।

ভূটানে গিয়ে সিওএ-র তোপের মুখে বিসিসিআই-এর কার্যকরী সচিব অমিতাভ চৌধুরী। সিওএ তাঁকে শো-কজ নোটিস পাঠিয়েছে। জানতে চাওয়া হয়েছে, ভূটানে তিনি কী করছিলেন? ৪ জুলাইয়ের মধ্যে শো-কজের জবাব দিতে বলা হয়েছে। এবং সেখানে কারণ নির্ধারিত করতে বলা হয়েছে।

প্রথমত, তাঁর ভূটান যাওয়ার পিছনে আত্মপক্ষ সমর্থনে যুক্তি দিতে হবে। রেকর্ডে কোনও আগাম প্রস্তাবও ছিল না এই সফরের। কোনও আমন্ত্রণেরও রেকর্ড নেই। একটা হঠাৎ আসা ই-মেলে জানা গেল কী ভাবে প্রস্তাব তৈরি হয়েছিল।

দ্বিতীয়ত, ভূটান যাওয়ার আগে থেকে কেন কমিটি অব অ্যাডমিনিস্ট্রটর্সের অনুমতি নেওয়া হয়নি? সঙ্গে সহকারি এক্সিটিউটিভও ছিলেন। আগে এরকম কখনও হয়েছে কীনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন
শাস্তির বিরুদ্ধে আইসিসির কাছে আবেদন চন্ডীমলের

সিওএ এও জানতে চেয়েছে অমিতাভ চৌধুরীর মাঝে মাঝেই বিদেশ সফরের কারণ। সঙ্গে দেশের মধ্যেও অত্যধিক বিভিন্ন জায়গায় ঘোরার কারণও জানতে চাওয়া হয়েছে। বিসিসিআই-এর এজিএম (ক্রিকেট অপারেশনস) কেভিপি রাও ট্রিপ সম্পর্কে সিওএ-কে জানিয়েছেন, ক্রিকেট ইকুইপমেন্ট ও মাটি পরীক্ষার জন্য তিনি গিয়েছিলেন। যা একদমই মনঃপূত হয়নি সিওএ-র।

সিওএ আরও জানতে চেয়েছে, যেখানে অমিতাভ চৌধুরী ৩২ দিন বিদেশ সফরে থাকেন সেখানে কার্যকরী সভাপতি সিকে খন্না ও কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী এই আর্থিক বছরে বিদেশ সফরেই যাননি। যে কারণে অমিতাভ চৌধুরী সিওএ-এর নজরে পড়েছে।

Cricket COA BCCI Amitabha Chowdhury অমিতাভ চৌধুরী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy