Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Cristiano Ronaldo

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বড় জয় বেলজিয়াম, নেদারল্যান্ডসের, গোল পেলেন রোনাল্ডোও

দেশের জার্সিতে ১০৩তম গোল হল রোনাল্ডো। ইরানের আলি দায়ির থেকে ৬ গোল পিছিয়ে তিনি।

গোলের পর রোনাল্ডো।

গোলের পর রোনাল্ডো। ছবি রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০২১ ১৬:৪৭
Share: Save:

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দুর্বল প্রতিপক্ষদের সহজেই হারাল বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। দ্বিতীয় সারির দল নিয়ে নেমে বেলারুসকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিল ফিফার ক্রমতালিকায় শীর্ষে থাকা বেলজিয়াম। অন্যদিকে, নেদারল্যান্ডস ৭-০ হারিয়েছে জিব্রাল্টারকে। আগের ম্যাচে নিশ্চিত গোল বাতিল হওয়ার পর এ বারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্রথম গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের জার্সিতে ১০৩তম গোল হল রোনাল্ডো। ইরানের আলি দায়ির থেকে ৬ গোল পিছিয়ে তিনি।

মানবাধিকার নিয়ে সরব হওয়ার তালিকায় সাম্প্রতিকতম সংযোজন বেলজিয়াম। মঙ্গলবার তাঁদের খেলোয়াড়রা বিশেষ জার্সি পরে দাঁড়ান যেখানে লেখা ছিল, ‘ফুটবল পরিবর্তনকে সমর্থন করে’। মাঠে প্রতিপক্ষকে এতটুকু শ্রদ্ধা দেখায়নি ডাচরা। ১৪ মিনিটে গোল করেন মিচি বাতশুয়ায়ি। জোড়া গোল করেন হান্স ভানাকেন এবং লিয়ান্দ্রো ট্রোসার্ড। অপর গোলগুলি জেরেমি ডোকু, ডেনিস প্রায়েট এবং ক্রিশ্চিয়ান বেনটেকের।

নেদারল্যান্ডসের প্রথম গোল এসেছে বিরতির মিনিট তিনেক আগে। গোল করেন স্টিভেন বার্গুইস। ৫৫ মিনিটে দ্বিতীয় গোল লুক দে জংয়ের। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন মেমফিস ডিপে। বাকি গোলগুলি জর্জিনিও ওয়াইনালডাম, ডনিয়েল মালেন এবং ডনি ফান দে বিকের।

লুক্সেমবুর্গের বিরুদ্ধে গার্সন রদরিগেজের গোলে পিছিয়ে পড়েছিল পর্তুগাল। তবে প্রথমার্ধে অতিরিক্ত সময়ে গোল করেন দিয়োগো জোতা। এরপর রোনাল্ডো গোল করে পর্তুগিজদের এগিয়ে দেন। পর্তুগালের তৃতীয় গোল হোয়াও পালিনহার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE