Advertisement
E-Paper

বিশ্ব পুলিশ গেমসে সোনা বাংলার সুষেণের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সুষেণকে অভিনন্দনবার্তায় লিখেছেন, ‘আপনাদের খুব গর্বের সঙ্গে জানাচ্ছি যে বাংলার পুলিশের সদস্য কনস্টেবল সুষেণ রায় লস অ্যাঞ্জেলেসে বিশ্ব পুলিশ গেমসে লং জাম্পে সোনা জিতেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৭ ০৩:৪২
সুষেণের উচ্ছ্বাস (মাঝে)। ছবি: ফেসবুক।

সুষেণের উচ্ছ্বাস (মাঝে)। ছবি: ফেসবুক।

ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসে রাজ্যের মুখ উজ্জ্বল করলেন সুষেণ রায়। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে থাকা সুষেণ এই টুর্নামেন্টে লং জাম্পে সোনা জিতলেন। মোট চারটি ইভেন্টে তাঁর নামার কথা এই টুর্নামেন্টে। লং জাম্প ছাড়া বাকি তিনটি ইভেন্ট হল ট্রিপল জাম্প, ১০০ এবং ৪০০ মিটার রিলে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সুষেণকে অভিনন্দনবার্তায় লিখেছেন, ‘আপনাদের খুব গর্বের সঙ্গে জানাচ্ছি যে বাংলার পুলিশের সদস্য কনস্টেবল সুষেণ রায় লস অ্যাঞ্জেলেসে বিশ্ব পুলিশ গেমসে লং জাম্পে সোনা জিতেছেন। বাংলা এবং ভারতীয় পুলিশের জন্যও এটা বিরাট বড় কৃতিত্বের ব্যাপার। সুষেণকে অনেক অভিনন্দন জানাচ্ছি এই সাফল্যের জন্য।’

২৮ বছর বয়সি সুষেণ ২০০৮ এ পুলিশে যোগ দেন। ব্যারাকপুরে লাটবাগানে পুলিশ ব্যারাকে তিনি প্র্যাকটিস করেন। পশ্চিমবঙ্গ পুলিশের এক কর্তা জানালেন, ‘‘মোট চারটির মধ্যে সুষেণের প্রধান ইভেন্ট ট্রিপল জাম্প। ওর পদক জেতার আশা রয়েছে ট্রিপল জাম্পেও। সোনা জেতার পরে ওর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সুষেণ বলে, দারুণ খুশি সোনা জিতে। এ বার পরের ইভেন্টে সোনা জেতার জন্য ঝাঁপাবে।’’

শুক্রবার ভারতীয় সময় গভীর রাতে ট্রিপল জাম্পে নামার কথা তাঁর। এর পরে একশো এবং চারশো মিটার ইভেন্ট রয়েছে যথাক্রমে শনি এবং রবিবার।

Long Jump Sushen Roy Athletics World Police And Fire Games 2017 সুষেণ রায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy