বাংলার নজর ছিল অঙ্কুর ভট্টাচার্যের দিকে। শনিবার বিশ্ব টেবল টেনিসের প্রথম রাউন্ডে জিতেছিলেন বাংলার মহিলা জুটি ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়। সকলের আশা ছিল, অঙ্কুরও হাসি ফোটাবেন। কিন্তু তিনি পারলেন না। প্রথম রাউন্ডে হেরে বিদায় নিলেন তিনি।
রবিবার দোহায় প্রথম রাউন্ডের ম্যাচে হংকংয়ের লাম সিউ হাংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ১৮ বছরের অঙ্কুর। শুরুটা ভাল করেন তিনি। বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল বাংলার খেলোয়াড়কে। ১১-৪ পয়েন্টে প্রথম গেম জিতে নেন তিনি। তবে দ্বিতীয় গেমেই খেলায় ফেরেন লাম। ১১-৭ পয়েন্টে দ্বিতীয় গেম জিতে নেন তিনি। এক বার সমতা ফেরানোর পরে লামকে আরও আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। অঙ্কুর কিন্তু লড়াই ছাড়েননি। কিন্তু শেষ দিকে পয়েন্ট খুইয়েছেন। তারই খেসারত দিতে হয়েছে তাঁকে। ৯-১১ পয়েন্টে তৃতীয়, ১০-১২ পয়েন্টে চতুর্থ ও ৮-১১ পয়েন্টে পঞ্চম গেম হারেন তিনি। ১-৪ হেরে বিদায় নিতে হয় অঙ্কুরকে। হারলেও তাঁর খেলা আশা জুগিয়েছে ভারতীয় টেবল টেনিসে।
ভারতের শীর্ষ বাছাই পুরুষ ও মহিলা তারকা অবশ্য নিজেদের প্রথম রাউন্ডের ম্যাচ সহজে জিতেছেন। নিউ জ়িল্যান্ডের টিমোথি চোইয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন শীর্ষ বাছাই পুরুষ তারকা মানব। ৪-১ গেমে ম্যাচ জেতেন তিনি। প্রথম দু’টি গেম ১১-৩ ও ১১-৮ পয়েন্টে জিতে যান মানব। তৃতীয় গেমে ফেরেন টিমোথি। তিনি জেতেন ১১-৬ পয়েন্টে। তাতে অবশ্য ঘাবড়াননি মানব। পরের দু’টি গেম ১১-৭ ও ১৪-১২ পয়েন্টে জিতে পরের রাউন্ডে যান তিনি।
আরও পড়ুন:
মহিলাদের শীর্ষ বাছাই মণিকা বাত্রা মাত্র ২৪ মিনিটে নিজের প্রথম ম্যাচ জিতেছেন। স্ট্রেট গেমে প্রতিপক্ষ নাইজেরিয়ার ফাতিমা বেল্লোকে উড়িয়ে দেন তিনি। খেলার ফল ১১-৫, ১১-৬, ১১-৮, ১১-২। পরের রাউন্ডে দক্ষিণ কোরিয়ার পার্ক গাহিয়নের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি।
মিক্সড ডাবলসে আলজেরিয়ার মেহদি বৌলৌসা ও মালিসা নাসরিকে স্ট্রেট গেমে (১১-২, ১১-৭, ১১-৬) হারিয়েছেন ভারতীয় জুটি মানুশ শাহ ও দিয়া চিতালে। যদিও পুরুষদের ডাবলসে হেরেছে ভারত। অস্ট্রিয়ার জুটির কাছে ১-৩ গেমে ( ৯-১১, ১২-১০, ১৪-১৬, ১০-১২) হেরেছেন হরমিত দেশাই ও জি সাথিয়ান। মিক্সড ডাবলসেও হেরেছেন হরমিত। যশস্বীনি ঘোড়পড়েকে সঙ্গী করে ফ্রান্সের জুটির কাছে ২-৩ গেমে (১১-৮, ১১-৬, ১০-১২, ৮-১১, ১০-১২) হেরেছেন তিনি।