Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মলদ্বীপে হার, দুই নম্বরে বেঙ্গালুরু

সপ্তাহ দু’য়েক আগে ঘরের মাঠে মলদ্বীপের নিউ রেডিয়্যান্টকে ১-০ হারিয়েছিল সুপার কাপ চ্যাম্পিয়নরা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ০৪:৩০
Share: Save:

বেঙ্গালুরু এফ সি-র জয়রথ থামিয়ে দিল নিউ রেডিয়্যান্ট। এএফসি কাপের ‘ই’ গ্রুপের ম্যাচে বুধবার মলদ্বীপে ০-২ হারলেন সুনীল ছেত্রীরা।

সপ্তাহ দু’য়েক আগে ঘরের মাঠে মলদ্বীপের নিউ রেডিয়্যান্টকে ১-০ হারিয়েছিল সুপার কাপ চ্যাম্পিয়নরা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোলটি করেছিলেন নিশু কুমার। সুপার কাপের কথা ভেবে সেই ম্যাচে প্রথম একাদশে অধিনায়ক সুনীল ছেত্রীকে রাখেননি কোচ আলবের্তো রোকা। এ দিন অবশ্য শুরু থেকেই ছিলেন ভারত অধিনায়ক। কিন্তু কোচ নিজে ছিলেন মাঠের বাইরে! নির্বাসিত থাকায় রোকা-কে বসতে হয়েছিল গ্যালারিতে।

ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় নিউ রেডিয়্যান্ট। ৩০ মিনিটে গোল করেন আলি ফাসির। যদিও ছয় মিনিটের মধ্যেই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল বেঙ্গালুরু। কিন্তু সুনীলের শট বাঁচিয়ে দেন রেডিয়্যান্ট গোলরক্ষক। বেঙ্গালুরু শিবিরে ফের বিপর্যয় নেমে আসে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার দু’মিনিটের মধ্যে। এ বার গোল করে দলকে এগিয়ে দেন আলি আসফাক। এই মরসুমে এএফসি কাপে এটাই প্রথম হার বেঙ্গালুরুর। আগের তিনটি ম্যাচেই জিতেছে আলবের্তো রোকার দল।

এই মুহূর্তে চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে লিগ টেবলের এক নম্বরে মলদ্বীপের ক্লাবটি। পয়েন্ট সমান সত্ত্বেও গোলপার্থক্যে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে সুনীলরা। তবে তবে এখনও দু’টো ম্যাচ বাকি রয়েছে বেঙ্গালুরুর। ২ মে ঘরের মাঠে আইজল এফ সি-র বিরুদ্ধে খেলবে আইএসএল রানার্সরা। ম্যাচের পরে বেঙ্গালুরুর গোলরক্ষক কোচ এদু গাসোল বলেছেন, ‘‘রেডিয়‌্যান্টের আক্রমণাত্মক ফুটবলের বিরুদ্ধে আমরা ঠিক মতো লড়াই করতে পারিনি।’’ ১৫ মে শেষ ম্যাচ সুনীলরা খেলবেন বাংলাদেশের আবাহনীর বিরুদ্ধে ঢাকায়। এ দিন আবাহনী ১-১ ড্র করে আইজলের বিরুদ্ধে। ৩১ মিনিটে গোল করে আবাহনীকে এগিয়ে দিয়েছিলেন এমেকা ওনুহা। ৬৫ মিনিটে আইজলের হয়ে সমতা ফেরান আন্দ্রেই ইয়োনেস্কু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bengaluru FC New Radiant AFC Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE