Advertisement
১৭ মে ২০২৪

দীর্ঘ প্র্যাকটিসে গুমোট কাটিয়ে ড্রেসিংরুমে জন্মদিন উৎসব

গত শুক্রবার শেষ প্র্যাকটিস হয়েছিল ফিরোজ শাহ কোটলায়। তার পাঁচ দিন পর এই বৃহস্পতিবার। তার মাঝখানে দূষিত দিল্লিতে হাঁসফাস করা চার দিন আর দিল্লি থেকে রাজকোটে পৌঁছনোর জন্য প্রায় পুরো এক দিনের সফর।

বার্থডে বয় সায়নশেখরকে কেক মাখিয়ে দিলেন মনোজ, শ্রীবৎস, সুদীপরা। ছবি: ফেসবুক।

বার্থডে বয় সায়নশেখরকে কেক মাখিয়ে দিলেন মনোজ, শ্রীবৎস, সুদীপরা। ছবি: ফেসবুক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৬ ০৩:৩৬
Share: Save:

গত শুক্রবার শেষ প্র্যাকটিস হয়েছিল ফিরোজ শাহ কোটলায়। তার পাঁচ দিন পর এই বৃহস্পতিবার। তার মাঝখানে দূষিত দিল্লিতে হাঁসফাস করা চার দিন আর দিল্লি থেকে রাজকোটে পৌঁছনোর জন্য প্রায় পুরো এক দিনের সফর। পাঁচ দিন পর মাঠে নেমে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন বাংলার রঞ্জি দলের ক্রিকেটাররা। টানা প্রায় ঘণ্টা পাঁচেক প্র্যাকটিস করলেন মনোজ তিওয়ারি, অশোক দিন্দারা। দলের এক সাপোর্ট স্টাফের কথায় কেউ মাঠ ছেড়ে যেন উঠতেই চাইছিলেন না। সকাল ন’টায় হোটেল থেকে বেরনোর পর ক্রিকেটাররা হোটেলে ফেরেন ছ’ঘণ্টা পর।

যেখানে তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচটা খেলবে বাংলা, সেই মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট গ্রাউন্ডেই এ দিন প্র্যাকটিস ছিল বাংলার। ঘাম ঝরানো দীর্ঘ প্র্যাকটিসের পর সন্ধ্যায় কেক কেটে পালন করা হল ওপেনার সায়নশেখর মণ্ডলের জন্মদিন। ২৭ পূর্ণ করা সায়ন এমন জন্মদিন পালন করে অভিভূত। ক্যাপ্টেন মনোজ তিওয়ারি থেকে শুরু করে দলের সবাই ছিলেন কেক কাটার অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানের ফলে গত পাঁচ দিন ধরে মাঠে নামতে না পারার জন্য যে একটা গুমোট পরিবেশ তৈরি হয়েছিল, সেটা কেটে গেল বলে জানালেন এক ক্রিকেটার।

ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিক হলেও উইকেট দেখে কিছুটা হলেও চিন্তায় পড়েছে বাংলা শিবির। পাটা উইকেটে রানের বন্যা হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছে বাংলার টিম ম্যানেজমেন্ট। টস জিতে আগে ব্যাট করলে বিপক্ষের উপর বাংলা বড় রান চাপাতে পারবে বলেই ধারণা তাঁদের। কিন্তু তামিলনাড়ু আগে ব্যাট করলেও কম রান তুলবে না তাঁরা। দীনেশ কার্তিক ভাল ফর্মে আছেন। সাত ইনিংসে ৪৪০ রান করেছেন। অভিনব মুকুন্দেরও সাত ইনিংসে ৪৩৮ রান। এঁরা এ রকম ব্যাটিং সহায়ক উইকেট পেলে বড় রান তোলার সুযোগ কিছুতেই ছাড়বেন না বোধহয়।

গত সপ্তাহেই বরোদাকে ইনিংসে হারিয়ে বোনাস-সহ সাত পয়েন্ট পায় তামিলনাড়ু। যার জেরে পাঁচ ম্যাচে দু’টোতে জিতে তামিলনাড়ু ১৭ পয়েন্ট পেয়ে আপাতত দু’নম্বরে। দিল্লিতে ম্যাচ না হওয়ায় বাংলা লিগ টেবলের পাঁচ নম্বরে চলে গিয়েছে। ফলে কিছুটা হলেও চাপে মনোজরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

birthday celebration bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE