Advertisement
E-Paper

বিরাটদের হাতে কাপ দেখতে চান ঋষি কপূর

‘‘এখানে বসেই আমি খেলা দেখতে চেয়েছি। ওভালে আমাকে কে আর বিরক্ত করবে,’’ বললেন রাজ কপূরের ছেলে এবং রণবীর কপূরের পিতা ঋষি কপূর।

সুমিত ঘোষ

শেষ আপডেট: ০৯ জুন ২০১৭ ০৪:২৪
আকর্ষণ: ম্যাচ দেখতে এসে দর্শকদের ভিড়ে ঋষি। নিজস্ব চিত্র

আকর্ষণ: ম্যাচ দেখতে এসে দর্শকদের ভিড়ে ঋষি। নিজস্ব চিত্র

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে ওভালে এভারগ্রিন কপূর! সাত সকালেই বেশ উত্তেজিত দেখাচ্ছে তাঁকে। কী না, বসেছেন তিন তলায়। চা-কফির জন্য নেমে আসতে হচ্ছে দোতলায়। ‘‘এত টাকা দিয়ে টিকিট কেটে কেন ছোটাছুটি করতে হবে বুঝছি না,’’ এক বার বলতেও শোনা গেল তাঁকে।

তিন তলার ভিআইপি টিকিট হাতে তিনি অবশ্য গিয়ে বসলেন খোলা হাওয়ায়। ওভালে ভিআইপি টিকিট কেটেও বক্সের কাচের ঘরে আটকে থাকতে হয় না। গ্যালারিতে বসে মাঠের মেজাজের সঙ্গে একাত্ম হওয়া যায়। বলিউডের এভারগ্রিন নায়কের সেটাই যে পছন্দ। ‘‘এখানে বসেই আমি খেলা দেখতে চেয়েছি। ওভালে আমাকে কে আর বিরক্ত করবে,’’ বললেন রাজ কপূরের ছেলে এবং রণবীর কপূরের পিতা ঋষি কপূর।

যদিও খুব শান্তিতে বসে থাকতে পারলেন না গ্যালারিতে। স্টেডিয়াম ভারতীয় দর্শকে ভর্তি। ঋষি কপূর যেখানটায় বসেছিলেন, তার আশেপাশেও সব কোহালি, ধোনিদের জার্সি পরা ভারতীয় ভক্তরা বসে। তাঁরা ঠিকই তাঁকে চিনে ফেলল। ড্রিঙ্কসের সময় দ্রুত ভিড় জমে গেল। তাঁর সেই বিখ্যাত হাসি মুখে রেখেই সেলফির আবদার মেটাতে থাকলেন।

কিন্তু ভক্তদের আবদার মেটানোর মধ্যেই বুঝিয়ে দিলেন, তিনি আদ্যন্ত ক্রিকেট ফ্যান। ‘‘খেলা চলার মাঝে ইন্টারভিউ দেব না। এখন খেলা দেখব। ইনিংস ব্রেকে কথা বলব,’’ সটান বলে দিলেন ঋষি। ভক্তদেরও এর পর বলে দিলেন যে, খেলা শুরু হচ্ছে। সেলফি তোলা এ বার বন্ধ। আবার ব্রেকে দেখা যাবে।

তারুণ্যে যিনি ঝড় তুলেছিলেন ‘হম তুম এক কামরে মে বন্‌ধ হ্যায়’ দিয়ে। ডিম্পল কাপাডিয়া ছিলেন প্রথম ফিল্মের নায়িকা। তার পর ‘অমর আকবর অ্যান্থনি’ হয়ে শ্রীদেবীর সঙ্গে ‘চাঁদনি’ থেকে ফের ডিম্পলের সঙ্গে ‘সাগর’, মাধুরী দীক্ষিতের সঙ্গে ‘প্রেমগ্রন্থ’— নানা যুগের সেরা নায়িকাদের সঙ্গে একাধিক সুপারহিট উপহার দিয়েছেন। প্রতিশ্রুতি মতো লাঞ্চের সময় কথা বলতে গিয়ে দ্রুতই আবিষ্কার করা গেল, কেন তাঁকে ‘এভারগ্রিন অ্যাক্টর’ বলা হয়।

আরও পড়ুন: প্রশ্নপত্র কঠিন হতেই পাশ করতে পারল না বুমরা-রা

‘‘এই প্রথম ইংল্যান্ডে বসে লাইভ ক্রিকেট দেখছি। আমাকে এখানে খুব বেশি বিরক্ত করার কেউ নেই। কয়েক জন সেলফি তুলছে এসে, সেটা ঠিক আছে। দারুণ উপভোগ করছি এই পরিবেশ,’’ বললেন তিনি। ভারতীয় দলের খেলা কেমন লাগছে? ‘‘দুর্ধর্ষ। আমার তো মনে হচ্ছে, এখান থেকে কাপ নিয়ে যাব আমরাই,’’ একটুও না ভেবে বলে দিলেন ঋষি। দ্রুত এর পর যোগ করলেন, ‘‘পাকিস্তানকে আমাদের দল দারুণ হারিয়েছে। এই ম্যাচটাতেও ভাল ব্যাট করল। ধোনি দারুণ ব্যাট করল। হার্দিক পাণ্ড্য দারুণ আবিষ্কার। কোহালি ভাল খেলছে। আমি তো খুবই আশাবাদী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাবনা নিয়ে।’’ ঋষি আশাবাদী হলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে কিন্তু চাপে পড়ে গেল ভারত।

এই ভারতীয় দলের কাকে তাঁর ভাল লাগে? জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে অবশ্য ঋষি জানিয়ে দিলেন, তিনি টিমগেমে বিশ্বাসী। ‘‘মাঠে তো গোটা দল খেলে। কোনও এক জনকে বেছে নেব কী ভাবে? সেটা করলে অন্যদের প্রতি অন্যায় করা হবে,’’ দর্শন তাঁর। কিন্তু হার্দিক পাণ্ড্যের মতো নতুন তারকার আবির্ভাবে যে তিনি প্রভাবিত, তা গোপন করলেন না। ‘‘সবাইকেই এক দিন না এক দিন চলে যেতে হয়। তরুণরা সেই জায়গা নেয়। আমাদের ফিল্মে যেমন সত্যি, তেমন খেলাতেও সত্যি।’’

কোচ কুম্বলে বনাম অধিনায়ক কোহালির বিতর্ক নিয়ে মন্তব্য করতে চান না। তাঁর মতে, ‘‘কিছু না জেনে আমি কেন এটা নিয়ে বলব? আর আমার এ ব্যাপারে কথা বলে হবেটাই বা কী?’’ তবে এখনও কুছ পরোয়া নেই মনোভাব তাঁর। টুইটারে প্রায়ই বিতর্কের ঝড় তোলেন তিনি। তা নিয়ে জিজ্ঞেস করায় বললেন, ‘‘আমার কিছু এসে-যায় না। মনে যেটা আছে, আমি সেটাই বলি। কে নিন্দা করল, কে কী বলল, তাতে আমার থোড়াই বয়ে যায়।’’

ওভালের পর আর কোনও ভারতের ম্যাচে তাঁকে দেখা যাবে কি? ‘বচনা অ্যায় হাসিনো, লো ম্যা আ গয়া’ গানে পর্দায় তুফান তোলা নায়ক বলে দিলেন, ‘‘আমি এর পর মরিশাস যাব কাজে। আর কোনও ম্যাচ দেখা হবে না। তাই এই ম্যাচে আসতে চেয়েছিলাম। বিয়ারের গ্লাস হাতে লাইভ ক্রিকেট ম্যাচ দেখছি, এটাই আমার কাছে উপভোগ্য মুহূর্ত।’’ ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা অমিতাভ বচ্চনের সঙ্গে নতুন ফিল্ম। ১০২ নট আউট। অমর আকবর অ্যান্থনি, নসিবের পরে আবার একসঙ্গে তাঁরা। তিনি— নিজের ফিল্মের তথ্য সম্পর্কে খুঁতখুঁতে ঋষি কপূর অবশ্য দ্রুত ধরিয়ে দিচ্ছেন, ‘‘ওটা ডিসেম্বরে মুক্তি। তার আগে আর একটা ফিল্ম আছে। পঞ্জাবি ফিল্ম। পটেল কী পঞ্জাবি শাদি।’’

সেই চনমনে ভাব। সরাসরি, সোজাসাপ্টা কথাবার্তা। ৬৪ বছরেও দুরন্ত এনার্জি। কোহালি, ধোনিদের ম্যাচ দেখতে ডুবে গেলেন কপূর বংশের চিরতরুণ নায়ক!

Rishi Kapoor Virat Kohli India ঋষি কপূর Champions Trophy চ্যাম্পিয়ন্স ট্রফি ICC Champions Trophy 2017 Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy