Advertisement
E-Paper

বোল্ট এ বার বান্ধবীকে নিয়ে বেড়াতে গেলেন

উদ্দাম নৈশ পার্টি। লন্ডনের এক ঝাঁক তরুণীকে বক্ষ প্রদর্শনের পুরস্কারে সোনার পদক দেওয়ার ঘোষণা। যার পূর্ব-পর্বে রিওয় সম্পুর্ণ অপরিচিতার সঙ্গে রাত্রিবাস ও অন্তরঙ্গ শয্যা-সেলফি। এবং এত সত্ত্বেও ‘ট্রিপল ট্রিপল’ জয়ের সেই চাঞ্চল্যকর উৎসবের কোনও আঁচ দীর্ঘদিনের বান্ধবী কাসি বেনেটের সঙ্গে নিজের সম্পর্কে লাগতে না দেওয়া!

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫৯
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

উদ্দাম নৈশ পার্টি। লন্ডনের এক ঝাঁক তরুণীকে বক্ষ প্রদর্শনের পুরস্কারে সোনার পদক দেওয়ার ঘোষণা। যার পূর্ব-পর্বে রিওয় সম্পুর্ণ অপরিচিতার সঙ্গে রাত্রিবাস ও অন্তরঙ্গ শয্যা-সেলফি। এবং এত সত্ত্বেও ‘ট্রিপল ট্রিপল’ জয়ের সেই চাঞ্চল্যকর উৎসবের কোনও আঁচ দীর্ঘদিনের বান্ধবী কাসি বেনেটের সঙ্গে নিজের সম্পর্কে লাগতে না দেওয়া!

উসেইন বোল্টের পক্ষে বোধহয় অসম্ভব আর কিছুই নেই।

আগামী বছরের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বোল্টের জীবনের শেষ রেস দেখার জন্য ইতিমধ্যেই দশ লক্ষেরও বেশি টিকিটের আবেদন পড়েছে নেটে। তবে শেষ সেই দৌড়ে ট্র্যাকে চেনা বিদ্যুৎ বিচ্ছুরণটা ঘটবে কি না, পরের কথা। তার আগে লোকে জানতে মরিয়া, লাগামহীন আবেগে ভাসার পরেও ঠিক কোন ম্যাজিকে বান্ধবীর ক্ষমাটা আদায় করলেন সর্বকালের সেরা স্প্রিন্টার।

লন্ডনে তাঁর নজিরবিহীন নৈশ বিজয়োৎসব নিয়ে শোরগোল থামতে না থামতেই বান্ধবী কাসি বেনেটকে নিয়ে ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন বোল্ট। সোশ্যাল মিডিয়ায় কাসির সঙ্গে নিজের ছবি ও ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘‘শুরু হয়ে গেল।’’ তাঁর ইঙ্গিত বান্ধবীর সঙ্গে একান্ত ছুটি কাটানোর দিকেই। স্ন্যাপচ্যাটের সেই ছবিতে দু’জনে বিমানবন্দরে পাশাপাশি বসে। আর ভিডিওয় কাসি লাজুক হেসে ক্যামেরায় হাত নাড়ছেন বোল্টের পাশ থেকে। বেশ গদগদ আর ফুরফুরে দেখাচ্ছে দু’জনকে।

রিওয় তিনটি সোনা জেতার পর পুলিশের গুলিতে নিহত এক ড্রাগ মাফিয়ার প্রাক্তন বান্ধবীর সঙ্গে বোল্টের এক রাতের রোশনাই নিয়ে প্রথম হইচই পড়ে। জেডি দুয়ার্তে নামে বছর কুড়ির ব্রাজিলীয় মহিলা বোল্টের সঙ্গে অন্তরঙ্গ সেলফিও প্রকাশ করে দেন ইন্টারনেটে। লন্ডনের পার্টি তার পর। তবে জামাইকান মহাতারকার বোন মনে করেন, ব্রাজিলীয় সুন্দরীর কাহিনী পুরো সত্যি নয়। বলেছেন, ‘‘উসেইন ছোটবেলায় মেয়েদের মধ্যে খুব জনপ্রিয় ছিল। কিন্তু কাসিকে অসম্ভব ভালবাসে উসেইন। নিজের সম্পর্ক নষ্ট হতে পারে এমন কাজ ও করবে না।’’ বোল্টের বোনের আরও দাবি, লন্ডনের পার্টির ছবি কাসি দেখেছেন এবং খুব একটা গায়ে মাখেননি।

তবে ট্র্যাকের বাইরে তিনি যা-ই করুন, ট্র্যাকের ভিতর তাঁর আবেদন বেড়েই চলেছে। আগামী বছরের বিশ্ব অ্যাথলেটিক্সই তার প্রমাণ। লন্ডন মিটের আয়োজকেরা জানিয়েছে, বোল্ট যে যে দিন রেস করবেন, সব মিলিয়ে তার সাত লক্ষ সিট রয়েছে। কিন্তু এর মধ্যেই বিরানব্বইটি দেশ থেকে দশ লক্ষেরও বেশি টিকিটের আবেদন এসেছে। সামলাতে হিমশিম আয়োজকেরা। লন্ডনের স্টেডিয়ামে একসঙ্গে পঞ্চাশ হাজার দর্শক বসতে পারেন। কিন্তু বোল্টের একশো মিটার ফাইনাল দেখার জন্য এখনই দু’লাখ টিকিটের আবেদন পেয়েছেন তাঁরা।

বোল্টের মতোই লন্ডনে শেষ বার ট্র্যাকে নামবেন লন্ডন অলিম্পিক্স ও রিওয় জোড়া সোনাজয়ী ব্রিটিশ তারকা মো ফারাহ।

bolt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy