টোকিয়ো অলিম্পিক্সে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে যান মেরি কম। তাঁর হারের পর কান্নায় ভেঙে পড়ে এক খুদে ভক্ত। ছোট মেয়েটির কান্না দেখে মেরি ইনস্টাগ্রামে আশ্বাস দেন তার সঙ্গে দেখা করার। সেই কথা রাখলেন ভারতীয় বক্সার।
সেই ভক্তের সঙ্গে দেখা করেন মেরি। টুইট করে ভারতীয় বক্সার লেখেন, ‘আমি নতুন এক ভক্তকে খুঁজে পেয়েছি। টোকিয়ো অলিম্পিক্সের সময় যে হেসেছে এবং কেঁদেছে আমার জন্য।’ ভক্তের প্রতি মেরির এই টান দেখে অবাক হয়ে গিয়েছেন নেটাগরিকরা। মেরিকে সম্মান জানিয়েছেন তাঁরা।
I've found my new fan and follower for boxing who really cheers and cried for me during #Tokyo2020 pic.twitter.com/Oi20WVRKCD
— M C Mary Kom OLY (@MangteC) August 22, 2021
টোকিয়ো অলিম্পিক্সে কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ২-৩ ব্যবধানে হেরে যান মেরি। ৩৮ বছরের ভারতীয় বক্সার অলিম্পিক্স থেকে বিদায় নিতে হৃদয় ভাঙে ভারতীয় সমর্থকদের। তবে ছোট মেয়েটির কান্না নজর কাড়ে মেরির। তার পাশে দাঁড়ালেন ভারতীয় বক্সার।