ব্রাজিলের এক ফুটবল খেলোয়াড়ের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ উঠল। মাঠের মধ্যেই রেফারিকে নৃশংস ভাবে মাথা দিয়ে আঘাত করার কারণেই এই অভিযোগ আনা হয়েছে।
ব্রাজিলের নীচের ডিভিশন লিগের একটি খেলায় স্পোর্টিং ক্লাব সাও পাওলো নেমেছিল গুয়ারানির বিরুদ্ধে। সে সময়ে স্পোর্টিংয়ের উইলিয়াম রিবেইরোর বিরুদ্ধে একটি ফাউল দেন রেফারি রদ্রিগো ক্রিভেলারো। সঙ্গে সঙ্গে উইলিয়াম সজোরে মাথা দিয়ে রদ্রিগোকে আঘাত করেন। অজ্ঞান হয়ে রদ্রিগো মাটিতে লুটিয়ে পড়ার পর তাঁকে সজোরে একটি লাথিও মারেন উইলিয়াম।