Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Football

বার্সাতেই মেসিকে চান ব্রাজিলের রোনাল্ডো

শোনা যাচ্ছে, লুইস সুয়ারেস আর ইভান রাকিতিচকে দলের রাখার ব্যাপারে আগ্রহী নন নতুন ম্যানেজার কোমান।

বিষণ্ণ: বার্সেলোনাতেই থাকবেন মেসি? সে দিকেই নজর বিশ্বের।

বিষণ্ণ: বার্সেলোনাতেই থাকবেন মেসি? সে দিকেই নজর বিশ্বের।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২০ ০৫:০৯
Share: Save:

নিজের পুরনো ক্লাব বার্সেলোনাকে সতর্ক করলেন রোনাল্ডো নাজারিয়ো দা লিমা। প্রাক্তন ব্রাজিলীয় তারকা মনে করেন, লিয়োনেল মেসিকে ক্লাব ছাড়তে দিলে বড় ভুল করবেন ক্যাম্প ন্যুর কর্তারা। স্পেনের সংবাদপত্রে তিনি বলেছেন, ‘‘বার্সার যাবতীয় খ্যাতি মেসির জন্য। আমি বার্সেলোনায় থাকলে ওকে ক্লাব ছাড়তে দিতাম না।’’ যোগ করেছেন, ‘‘মেসি বিরাট ফুটবলার। ক্লাবের সঙ্গে সম্পর্কও গভীর। মনে হয় না, এতটা খারাপ সময়ে ও ক্লাব ছাড়বে। বায়ার্নের কাছে না হারলে পরিস্থিতি এই রকম জটিল হত না। এখন সতীর্থদেরই ওর পাশে দাঁড়াতে হবে। মেসিকে ক্লাব ছাড়তে দিলে সমস্যার সমাধান হবে না।’’

শোনা যাচ্ছে, লুইস সুয়ারেস আর ইভান রাকিতিচকে দলের রাখার ব্যাপারে আগ্রহী নন নতুন ম্যানেজার কোমান। সুয়ারেস নিজে বার্সার ভূমিকায় বিরক্ত। তিনি চান, বোর্ড দ্রুত সিদ্ধান্ত নিক। দলে রাখা না হলে জানিয়ে দেওয়া হোক। তবে ক্যাম্প ন্যুতে থাকতেই তিনি আগ্রহী। পরিবর্ত হিসেবে খেলানো হলেও। বড় রোনাল্ডো কিন্তু মনে করেন সুয়ারেস বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Lionel Messi Ronaldo Barcelona
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE