Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ জানুয়ারি ২০২২ ই-পেপার

বুমরা এখন অনেক উন্নত, মত ভুবির

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচের আগের দিন ভুবনেশ্বর বলেছেন, ‘‘বুমরা-র অ্যাকশনটা অন্যদের চেয়ে আলাদা।

নিজস্ব প্রতিবেদন
০৭ নভেম্বর ২০১৭ ০৩:৩৭

তাঁদের জুটিকে বলা হচ্ছে এই মুহূর্তে সীমিত ওভারের ক্রিকেটে সব চেয়ে ভয়ঙ্কর। সেই জুটির এক জন, ভুবনেশ্বর কুমার— তাঁর সঙ্গীর উত্থান খুব কাছ থেকে দেখেছেন। এবং দেখার পরে যশপ্রীত বুমরা-র সাফল্যের কারণও খুঁজে পেয়েছেন ভুবি। কী সেটা? ভুবনেশ্বর মনে করছেন, বোলিং অ্যাকশনে উন্নতি ঘটিয়েই সফল হয়েছেন বুমরা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচের আগের দিন ভুবনেশ্বর বলেছেন, ‘‘বুমরা-র অ্যাকশনটা অন্যদের চেয়ে আলাদা। যেটা ব্যাটসম্যানদের জন্য সমস্যার কারণ হয়ে যায়। এখন ওর অ্যাকশন আরও উন্নত হয়েছে। ওর হাতে আগে থেকেই ইয়র্কার আর স্লোয়ার ডেলিভারিগুলো ছিল। এখন সেগুলো আরও ভাল হয়েছে।’’

ভারতের এই দুই নতুন বলের বোলারদের মধ্যে বোঝাপড়াটাও খুব ভাল। ভুবনেশ্বর বলছিলেন, ‘‘যখন ম্যাচ শুরু হয়, তখন আমি আর ভুবি নিজেদের মধ্যে পিচ নিয়ে আলোচনা করি। কী ভাবে বল করা উচিত, সেটা নিয়ে কথা বলি। এতে আমরা দু’জনেই উপকৃত হই।’’ আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪০ রানে হারতে হয়েছিল ভারতকে। বিশেষজ্ঞ পঞ্চম বোলার নিয়ে না খেলাটা কি ভুল হয়ে গিয়েছিল? ভুবি মানতে চান না। তাঁর বক্তব্য, ‘‘ওই হারের জন্য বোলারদের দোষ দিলে চলবে না। অন্য টিমটাও তো খেলতে এসেছে। আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলেছি, ওয়েস্ট ইন্ডিজ সফরে ভাল বল করেছি। আর পঞ্চম বোলারের কথা বলছেন? আমাদের হার্দিক পাণ্ড্য ছিল। তা ছাড়া অনিয়মিত কয়েক জন বোলারও আছে দলে। আমরা এখনও বিশেষজ্ঞ পঞ্চম বোলারের অভাব টের পাইনি।’’ এই সিরিজে এখনও পর্যন্ত কোন নিউজিল্যান্ড ব্যাটসম্যানের বিরুদ্ধে বল করতে সমস্যায় পড়তে হয়েছে? ভুবনেশ্বর প্রথমেই কলিন মুনরোর নাম করছেন। ‘‘মুনরো আমাদের সমস্যায় ফেলছে। তবে নিউজিল্যান্ড টিমে বেশ ভাল ভাল ব্যাটসম্যান আছে। যেমন কেন উইলিয়ামসন, মার্টিন গাপ্টিল। তবে মুনরোকে এখন খুব বিপজ্জনক ব্যাটসম্যান মনে হচ্ছে।’’

Advertisement

আরও পড়ুন: সময় কি শেষ হয়ে এসেছে মাহির? বিকল্পই বা কারা

শুধু বোলিংই নয়, ভুবনেশ্বরের ব্যাটিংও এখন অনেক উন্নত হয়েছে। যার জন্য ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে ধন্যবাদ দিচ্ছেন এই পেসার। বলছেন, ‘‘আমি টেস্টে ভাল ব্যাট করেছি। তাই সব সময় চাইতাম ওয়ান ডে-তেও ভাল ব্যাট করতে। শ্রীলঙ্কায় রান পাওয়া আর এমএস ধোনির সঙ্গে পার্টনারশিপ আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। তা ছাড়া সঞ্জয় বাঙ্গারের পরামর্শও আমার অনেক কাজে এসেছে।’’

ধোনি নিয়েও প্রশ্ন আসে ভুবনেশ্বরের কাছে। টি-টোয়েন্টিতে প্রাক্তন অধিনায়কের ছন্দে না থাকায় কি টিম চিন্তিত? ভুবনেশ্বর বলে যান, ‘‘ধোনিকে নিয়ে কেউ উদ্বিগ্ন নয়। ও তো এক জন কিংবদন্তি। ধোনি জানে ও কী করছে।’’

আরও পড়ুন

Advertisement