কার্লোস আলকারাস আর প্রত্যাবর্তন যেন সমার্থক হয়ে গিয়েছে। রবিবার রাতে তার সাম্প্রতিক নিদর্শন হয়ে রইল স্পেনের তারকার সঙ্গে আন্দ্রে রুবলেভের দ্বৈরথ। শেষ আটে তিনি মঙ্গলবার প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্রিটেনের ক্যামেরন নরির সঙ্গে।
প্রথম সেটে ৭-৬ (৭-৫) ব্যবধানে হারেন আলকারাস। কিন্তু পরের সেট থেকেই তাঁর আগ্রাসনের মাত্রা বেড়ে যায়। ফল পরপর ৬-৩, ৬-৪, ৬-৪ ফলে আসে জয়। উইম্বলডনে এই নিয়ে টানা ১৮টি ম্যাচে অপরাজিত আলকারাস। এই লড়াইয়ের পরে আলকারাসের সার্ভিস এবং নানা শটের বৈচিত্র নিয়ে উন্মাদনা ছড়িয়েছে টেনিসপ্রেমীদের মনে। কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন টেলর ফ্রিৎজ়ও।
সেই সঙ্গেই শেষ আটে উঠেছেন বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কা। তিনি স্ট্রেট সেটে হারান ২৪ নম্বর বাছাই এলিস মের্তেন্সকে। ফল ৬-৪, ৭-৬ (৭-৪)। তাঁর সামনে এ বার লরা সিগমুন্ড।
পাশাপাশি উইম্বলডনে রবিবার চর্চার কেন্দ্রে স্বয়ংক্রিয় লাইন কল ব্যবস্থা। এ বছরই লাইন জাজদের সরিয়ে প্রযুক্তি-নির্ভর এই ব্যবস্থা চালু হয়েছে উইম্বলডনে। আর প্রথম বছরেই তা প্রশ্নের মুখে।
শেষ ষোলোর ম্যাচে আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা এবং ব্রিটেনের সোনে কার্টেলের লড়াইয়ে লাইন কলে সমস্যা দেখা যায়। যে কারণে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পাননি রাশিয়ার পাভলিউচেঙ্কোভা। তার পরেও অবশ্য তাঁর শেষ আটে ওঠা আটকায়নি। তিনি জেতেন ৭-৬ (৭-৩), ৬-৪ ফলে।
তবে প্রথম সেটে ৪-৪ গেম থাকার সময় পাভলিউচেঙ্কোভা নিশ্চিত ভাবে গেম পয়েন্ট হারান। অনেকেরই মনে হচ্ছিল কার্টেলের শট পরিষ্কার ভাবে বাইরে গিয়েছে। কিন্তু কোনও লাইন কল হয়নি। টিভি রিপ্লেতেও দেখা যায় শটটি বাইরে ছিল। কিন্তু টেলিফোনে পরামর্শ করার পরে চেয়ার আম্পায়ার জানিয়ে দেন হক-আই প্রযুক্তি যেহেতু ধরতে পারেনি শটটি, তাই আবার খেলতে হবে পয়েন্টটি। এর পরে পাভলিউচেঙ্কোভার সার্ভিস ভাঙেন কার্টেল। ক্ষুব্ধ রুশ খেলোয়াড় ম্যাচের পরে আম্পায়ারকে বলে ওঠেন, ‘‘আপনি আমার গেমটাইছিনিয়ে নিলেন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)