টানা তিন বার উইম্বলডন জয়ের দিকে আরও এক ধাপ এগোলেন কার্লোস আলকারাস। জার্মানির ইয়ান লেনার্ড স্ট্রুফের বিরুদ্ধে চার সেট লড়াই করে চতুর্থ রাউন্ডে উঠলেন। ফল ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪।
ম্যাচের পরে আলকারাস বিপক্ষের প্রশংসা করে বলেন, ‘‘ঘাসের কোর্টে ও ভাল খেলে। তবে আমি যে ভাবে খেলেছি তাতে খুশি। লড়াই, দৌড়, দারুণ শট মারা, সুযোগের সদ্ব্যবহার করা। চার সেটে জিততে পেরে খুব ভাল লাগছে।’’ পাশাপাশি প্রাক্তন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারের সঙ্গে গল্ফ-এর দ্বৈরথ নিয়ে প্রশ্ন করলে মজা করে আলকারাস বলে দেন, ‘‘১-১ ফল এখন। ছুটির দিনে আমি গল্ফ খেলতে ভাল লাগে। দেখা যাক ব্যস্ত সূচি সামলে খেলতে পারি কি না।’’
উইম্বলডনে তাঁর খেলা দেখে মুগ্ধ রাফায়েল নাদালের কাকা টোনি নাদাল। টেনিস দুনিয়ার ‘নতুন রাফা’ আলকারাসকে নিয়ে স্পেনের সংবাদপত্রে নিজের কলামে টোনি লিখেছেন, ‘‘এ বারের উইম্বলডনে প্রধান প্রশ্ন যেটা টেনিসপ্রেমী এবং বিশেষজ্ঞদের মনে উঠে আসবে তা হল, আলকারাসকে কেউ কি হারাতে পারবে? আমি বিশ্বাস করি, এই পরিস্থিতিতে খুব কম খেলোয়াড়ই আছে যারা আলকারাসকে সমস্যায় ফেলতে পারে।’’ তিনি আরও লিখেছেন, ‘‘এটা ঠিক ঘাসের কোর্টে চমক বেশি দেখা যায়। কিন্তু এ বারের ড্র অনুযায়ী যে রকম প্রতিপক্ষ আলকারাসের সামনে রয়েছে, আমি তো এমন কাউকে দেখছি না যে আলাকারাসকে পরীক্ষার মুখে ফেলতে পারে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)