চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষিত হয়ে গেল। দেখা যাবে মেসি বনাম নেমার লড়াই।
শেষ ষোলয় বার্সেলোনার সামনে পড়েছে প্যারিস সঁ জঁ। ২০১৭ সালেও প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার বার্সা প্রথম পর্বে ০-৪ ব্যবধানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় পর্বের ম্যাচে ৬-১ ব্যবধানে জিতেছিল। তখন নেমার ছিলেন বার্সেলোনায়। জোড়া গোল করেছিলেন তিনি। এবার তিনি বিপক্ষে।
অন্য ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি মুখোমুখি হচ্ছে মনসেনগ্লাডবাখের। বায়ার্ন মিউনিখ খেলবে লাজিয়োর সঙ্গে। চেলসি মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদের। লিভারপুলকে খেলতে হবে লিপজিগের সঙ্গে।
Round of 16 draw ✔️
— UEFA Champions League (@ChampionsLeague) December 14, 2020
Which tie are you most excited for? 🤩#UCLdraw | #UCL pic.twitter.com/M6AqMYTygN
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাস খেলবে পোর্তোর বিরুদ্ধে। রিয়েল মাদ্রিদের সামনে আটলান্টা। বাকি ম্যাচটি বরুসিয়া ডর্টমুন্ড-সেভিয়ার।
পুরো সূচি:
বরুসিয়া মনসেনগ্লাডবাখ-ম্যাঞ্চেস্টার সিটি
লাজিয়ো-বায়ার্ন মিউনিখ
আটলেটিকো মাদ্রিদ-চেলসি
আরবি লিপজিগ-লিভারপুল
পোর্তো-জুভেন্তাস
বার্সেলোনা-প্যারিস সঁ জঁ
সেভিয়া-বরুসিয়া ডর্টমুন্ড
আটলান্টা-রিয়াল মাদ্রিদ