Advertisement
২৪ এপ্রিল ২০২৪
UEFA Champions League

জিনেদিন জিদানের হাত ধরে আবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে রিয়াল মাদ্রিদ

প্রথমার্ধে ইংরেজ ক্লাব যা সুযোগ পেয়েছিল, তাতে অনায়াসেই ম্যাচের ফল উল্টে দিতে পারত তারা।

জয়ের পর রিয়াল ফুটবলারদের উচ্ছ্বাস।

জয়ের পর রিয়াল ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ১৬:১৩
Share: Save:

দু’বছর আগে ঘরের মাঠে বার্সিলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা প্রত্যাবর্তন ঘটিয়েছিল লিভারপুল। পরের দু’বছর সেই স্প্যানিশ দলের কাছে হেরেই বিদায় নিল তারা। গত বার আতলেতিকো মাদ্রিদের কাছে হারার পর এ বার রিয়াল মাদ্রিদের কাছে পরাস্ত হল তারা। বুধবার রাতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে লিভারপুলের খেলা শেষ হল গোলশূন্য অবস্থায়। ফলে প্রথম পর্বে ৩-১ জেতার সুবাদে শেষ চারে গেল রিয়ালই।

প্রথমার্ধে ইংরেজ ক্লাব যা সুযোগ পেয়েছিল, তাতে অনায়াসেই ম্যাচের ফল উল্টে দিতে পারত তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের মধ্যে সেই ঝাঁজ খুজে পাওয়া যায়নি। যে কারণে কোচ য়ুর্গেন ক্লপ বললেন, “আসল মুহূর্তগুলোকে কাজে লাগাতে হত। আমরা আজ হারিনি। হেরে গিয়েছিলাম মাদ্রিদেই।” সেমিফাইনালে আর এক ইংরেজ ক্লাব চেলসির মুখোমুখি হবে রিয়াল।

এদিকে, ডর্টমুন্ডকে দ্বিতীয় পর্বে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চারে ম্যাঞ্চেস্টার সিটিও। জুড বেলিংহ্যামের গোলে ডর্টমুন্ড এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সিটির জয় নিশ্চিত করেন রিয়াধ মাহরেজ এবং ফিল ফোডেন। শেষ চারে প্যারিস সঁ জঁ-র মুখোমুখি সিটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE