Advertisement
২৬ এপ্রিল ২০২৪

চেলসির সহজ জয়

আন্তোনিয়ো কন্তেহীন চেলসি শুরু করল জয় দিয়েই। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে জিতল টটেনহ্যাম, বোর্নমুথ, ক্রিস্টাল প্যালেস এবং ওয়াটফোর্ডও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৮ ০৩:১৭
Share: Save:

আন্তোনিয়ো কন্তেহীন চেলসি শুরু করল জয় দিয়েই। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে জিতল টটেনহ্যাম, বোর্নমুথ, ক্রিস্টাল প্যালেস এবং ওয়াটফোর্ডও।

চেলসির নতুন ম্যানেজার মাউরিসিয়ো সাররি শনিবার অভিষেক ম্যাচ খেলিয়ে দিলেন গোলরক্ষক কেপা আরিজাবালাকে। এবং দলের অন্য নতুন মুখ জর্গিনহো ১-০ করলেন পেনাল্টি থেকে গোল করে। চেলসির অন্য দু’টি গোল পেদ্রো ও এনগোলো কঁতের। শনিবারের প্রথম ম্যাচে টটেনহ্যাম ২-১ হারাল নিউক্যাসলকে। মাঠে ছিলেন সদ্য বিশ্বকাপ খেলে আসা হ্যারি কেন ও দালে আলিও। টটেনহ্যাম ১-০ এগিয়ে যায় ইয়ান ভার্তোমেনের হেড থেকে করা গোলে। রেফারি এই গোলটি হয়েছে কি না জানতে সাহায্য নিলেন গোললাইন টেকনোলজির। ভিডিয়োয় দেখা যায় বল গোললাইনের ৯ মিলিমিটার অতিক্রম করেছে। নিউক্যাসলের জোসেলু অবশ্য ১-১ করে দিয়েছিলেন। টটেনহ্যাম শেষ পর্যন্ত ২-১ করে পুরো পয়েন্ট তোলে দালে আলির হেড থেকে করা গোলে।

এমনিতে চেলসি গত রবিবারই কমিউনিটি শিল্ড ফাইনালে ০-২ হেরেছিল ম্যাঞ্চেস্টার সিটির কাছে। কিন্তু ইপিএলের প্রথম ম্যাচে তাদের জিততে কোনও অসুবিধা হয়নি। ম্যাচের পরে নতুন ম্যানেজার সাররি বলেন, ‘‘আমার এই দলটা ক্রমশ ভাল খেলবে। আজ তিন গোলে জিতেছি ঠিকই কিন্তু পুরোপুরি ছন্দে আসতে আরও কিছু দিন সময় লাগবে।’’ চেলসি এ দিন খুব ভাল না খেললেও হাডার্সফিল্ডের তুলনায় তাদের বল পজেশন অনেক বেশি ছিল। আর বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ম্যাচ জিতে খুশি টটেনহ্যাম ম্যানেজার মাউরিসিয়ো পচেত্তিনো বলেন, ‘‘নিউক্যাসল প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাবে আমাদের সঙ্গে পাল্লা দিয়েছে তার প্রশংসা করতেই হবে। তবে আমি খুশি আমার ফুটবলারদের দায়বদ্ধতা দেখে। আশা করছি এ বারের লিগে ভালই ফল করবে ক্লাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE