আইএসএলের চতুর্থ সংস্করণে প্রথম জয় পেল চেন্নাইয়ান এফসি। ঘরের মাঠে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসিকে ৩-০ গোলে হারিয়ে দিল হেনরিক সেরেনা অ্যান্ড কোং। এ দিন ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল চেন্নাইয়ান।
অন্যদিকে, অ্যাওয়ে ম্যাচ হলেও নর্থ-ইস্টের প্রতিআক্রমণও ছিল দেখার মত। কিন্তু তা স্রেফ ম্যাচের শুরুর কিছু সময়ে। তার পর নীল ঝড়ের সামনে দাঁড়াতে পারেনি নর্থ-ইস্ট। ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল পায় জন গ্রেগরির ছেলেরা। রাফায়েল অগস্টোর শট আব্দুল নেদিওদাথের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। চেন্নাইয়ানের হয়ে ম্যাচে লিড দ্বিগুন করেন সেই রাফায়েল অগস্টো। ম্যাচের ২৪ মিনিটে বাঁ পায়ের ভেল্কিতে বল জালে জড়িয়ে দেন এই ব্রাজিলিয়ান মিডিও। প্রথমার্ধের শেষে দু’গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে চেন্নাইয়ান।