Advertisement
২৫ এপ্রিল ২০২৪
cheteshwar pujara

স্টার্কদের বলের আঘাতে তৈরি ক্ষত সারানোর ওষুধ পেয়ে গেলেন পূজারা

পূজারার ছোট্ট মেয়ে অদিতি ফোনে তাঁকে জানিয়েছে, বাড়ি ফিরলে বলের আঘাতে তৈরি হওয়া ক্ষতস্থানে চুমু খেয়ে আদর করে দেবে।   

মেয়ে অদিতির সঙ্গে পূজারা।

মেয়ে অদিতির সঙ্গে পূজারা। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ১৯:০৩
Share: Save:

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের অন্যতম কাণ্ডারি চেতেশ্বর পূজারা। কমিন্স, হ্যাজেলউড, স্টার্কদের শর্ট বলের সামনে বারবার শরীর এগিয়ে দিয়েছেন তিনি। বল লেগেছে কখনও হাতে, কখনও বুকে, আবার কখনও হেলমেটে। বলের আঘাতে ক্ষত তৈরি হয়েছে শরীরে। এবার সেই ক্ষত সারাতে দারুণ ওষুধ পেয়ে গেলেন ভারতের মিডিল অর্ডার ব্যাটসম্যান। তাঁর ছোট্ট মেয়ে অদিতি ফোনে তাঁকে জানিয়েছে, বাড়ি ফিরলে বলের আঘাতে তৈরি হওয়া ক্ষতস্থানে চুমু খেয়ে আদর করে দেবে।

পূজারা তাঁর মেয়ের সম্পর্কে বলেন, ‘‘ও যখন পড়ে যায়, তখন আমিও এমনটাই করি। তাই ওর বিশ্বাস কিস করলেই যে কোনও ক্ষত সেরে যায়।’’

কেরিয়ারের শুরু থেকেই খুব বেশি পেনকিলার খেতে পছন্দ করেন না পূজারা। তিনি বলেন, ‘‘বড় ইনিংস খেলার অভিজ্ঞতা থাকলে এটা নিয়ে সমস্যা হয় না। আমার ব্যথা সহ্য করার ক্ষমতা অনেকটাই বেশি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE