Advertisement
১১ মে ২০২৪
West Indies

লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ, দু’বছর পর ক্যারিবিয়ান জার্সিতে ফিরছেন গেল

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে নেওয়া হল তাঁকে।

ফের ওয়েস্ট ইন্ডিজের হয়ে দেখা যাবে গেলকে।

ফের ওয়েস্ট ইন্ডিজের হয়ে দেখা যাবে গেলকে। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ১০:৫৮
Share: Save:

প্রায় দু’বছর পর জাতীয় দলে ফিরতে চলেছেন ক্রিস গেল। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে নেওয়া হল তাঁকে। দলের নেতৃত্ব দেবেন কায়রন পোলার্ড। দীর্ঘদিন পরে দলে ফিরছেন ফিডেল এডওয়ার্সও। উল্লেখ্য, কিছুদিন আগেই গেল জানিয়েছিলেন, চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা তাঁর লক্ষ্য।

দলের সহ-অধিনায়ক বেছে নেওয়া হয়েছে নিকোলাস পুরানকে। প্রথম বার ওয়েস্ট ইন্ডিজ দলে এলেন কেভিন সিনক্লেয়ার। বাঁ হাতি স্পিনার আকিল হোসেনকেও প্রথম বার দলে জায়গা দেওয়া হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের মুখ্য নির্বাচক রজার হার্পার জানিয়েছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই এগোচ্ছি আমরা। তাই ভবিষ্যতের দিকে তাকিয়ে সেরা দল বেছে নেওয়ার লক্ষ্যেই এই দল গড়া হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন প্রতিযোগিতায় ভাল খেলেছেন গেল। নির্বাচক কমিটির ধারণা, দেশের হয়ে এখনও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে ও। পাশাপাশি টি-টোয়েন্টিতে সাম্প্রতিককালে ভাল খেলছে জেসন হোল্ডারও। আমাদের দলের গভীরতা বাড়াবে ও।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE