Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Churchill Brothers

চতুর্থ স্থানে প্লাজ়ারা

এ দিন চার্চিলকে জেতালেন বদলি হিসাবে নামা উইলিস প্লাজ়া। অতিরিক্ত সময়ের শেষ মিনিট অর্থাৎ ৯৪ মিনিটে গোল জেতার গোল পায় চার্চিল।

নায়ক: প্লাজ়াকে নিয়ে উচ্ছ্বাস সতীর্থদের। এআইএফএফ

নায়ক: প্লাজ়াকে নিয়ে উচ্ছ্বাস সতীর্থদের। এআইএফএফ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০৪:০৬
Share: Save:

মোহনবাগানের বিরুদ্ধে আগামী শনিবার খেলতে নামার আগে চমকপ্রদ জয় পেল চার্চিল ব্রাদার্স। একেবারে শেষ মিনিটে। আর তারই সুবাদে লিগ টেবলের চার নম্বরে উঠে এলেন উইলিস প্লা‌জ়ারা। মোহনবাগানের পয়েন্ট এখন ১২ ম্যাচে ২৯। চার্চিলের ১০ ম্যাচে ১৬।

এ দিন চার্চিলকে জেতালেন বদলি হিসাবে নামা উইলিস প্লাজ়া। অতিরিক্ত সময়ের শেষ মিনিট অর্থাৎ ৯৪ মিনিটে গোল জেতার গোল পায় চার্চিল। আইজল এফ সি-র বিরুদ্ধে ঘরের মাঠে খেলা ছিল ইজরায়েল গুরুংদের। বিরতিতে খেলা ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি দাওদা সিসে গোল করে এগিয়ে দিয়েছিলেন গোয়ার পারিবারিক ক্লাবকে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে ১-১ করে দেন আইজলের পল রামফানগোভা। বাইরের মাঠ থেকে এক পয়েন্ট পাওয়ার আনন্দে যখন আইজল কোচ স্ট্যানলি রোজারিও উঠে দাঁড়িয়েছেন, তখনই প্লা‌জার গোল। আগের ম্যাচে চেন্নাইয়ের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে খেতাবের লড়াই থেকে দূরে সরে যাচ্ছিল বার্নাডো তাভারেসের দল। এ দিনের ম্যাচ জেতায় দাওদা সিসে-রা ফের লড়াইয়ে ফিরে এলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Churchill Brothers Aizawl FC Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE