Advertisement
০৯ মে ২০২৪

প্রিয় তুরিনে আজ কঠিন পরীক্ষার মুখে জিদান

যে ম্যাচ খেলতে সোমবার সকালেই ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ-কে নিয়ে জুভেন্তাসের শহর তুরিন-এ দলবল নিয়ে নেমে পড়লেন রিয়াল ম্যানেজার জিদান।

 প্রস্তুতি: চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের বিরুদ্ধে নামার আগে তুরিনে অনুশীলন রোনাল্ডোদের। সোমবার। ছবি: রয়টার্স

 প্রস্তুতি: চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের বিরুদ্ধে নামার আগে তুরিনে অনুশীলন রোনাল্ডোদের। সোমবার। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৮ ০৩:৩৮
Share: Save:

ম্যানেজার হিসেবে রিয়াল মাদ্রিদে যেমন সাফল্য পেয়েছেন, তেমনই ফুটবলার হিসেবে জিনেদিন জিদানের হৃদয়ে রয়েছে জুভেন্তাসের নামও। যিনি নিজেই বলেন, ‘‘মানুষ হিসেবে আমাকে পূর্ণতা দিয়েছে জুভেন্তাস। আর পার্থিব জীবনে সবকিছুই দিয়েছে রিয়াল মাদ্রিদ।’’

১৯৯৬ সাল থেকে পাঁচ বছর জুভেন্তাসে খেলেছেন জিদান। রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে ইতালির এই ক্লাবের হয়েই তাঁর ব্যালন ডি’অর জেতা। খেলেছেন দু’টো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও। যে তুরিন-এর (এই শহরেই জুভেন্তাস ক্লাব) অ্যাঞ্জেলিনো’স রেস্তোরাঁয় সাজানো রয়েছে ফ্রান্সের হয়ে ফুটবলার হিসেবে জিদানের বিশ্বকাপ জয়ের জার্সি এবং স্মরণীয় সব ছবি। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার রাতে সেই জুভেন্তাস-ই প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিদানের। যে প্রসঙ্গে সংশ্লিষ্ট রেস্তোরাঁ মালিক বলছেন, ‘‘প্রথমে আমি জুভেন্তাস সমর্থক। তার পরেই জিদানের। মঙ্গলবার তাই হৃদয় আর মন দু’দিকে তাকবে।’’

যে ম্যাচ খেলতে সোমবার সকালেই ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ-কে নিয়ে জুভেন্তাসের শহর তুরিন-এ দলবল নিয়ে নেমে পড়লেন রিয়াল ম্যানেজার জিদান। যে দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে টোনি ক্রুস—সকলের গায়েই হুগো বস-এর নেভি ব্লু স্যুট। যে ছবি মাদ্রিদ ছাড়ার মুখেই ইনস্টাগ্রাম-এ পোস্ট করে দিয়েছেন সের্জিও র‌্যামোস, ইস্কো-রা। তিন বছর আগে যে হোটেলে ছিলেন এ বারও সেই গ্র্যান্ড প্যালেস হোটেলেই উঠেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। বেলা সাড়ে বারোটায় বিমানবন্দরে নেমেই আধ ঘণ্টার মধ্যে হোটেলে ঢুকে পড়ে রিয়াল মাদ্রিদের গোটা দল।

এমনিতেই উয়েফার প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্তাস মানেই হাড্ডাহাড্ডি ম্যাচের পূর্বাভাস। দু’দলের পরিসংখ্যানও সে কথা বলছে। এ পর্যন্ত দু’দল মুখোমুকি হয়েছে ১৯ বার। যার মধ্যে রিয়াল মাদ্রিদ এগিয়ে ৯-৮ ফলে। বাকি দু’বার অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে ম্যাচ। আর এ বার লড়াই আরও চিত্তাকর্ষক অন্য কারণে। জুভেন্তাস প্রাক্তনী জিদান যেমন রিয়াল ম্যানেজার, ঠিক তেমনই জুভেন্তাসের দুই ফুটবলার স্যামি খেদিরা ও গনসালো হিগুয়াইন দু’জনেই অতীতে খেলে এসেছেন রিয়াল জার্সি গায়ে।

তুরিনের ফুটবল মাঠে এ রকম মহারণের আগে রিয়াল ম্যানেজার জিদান বলছেন, ‘‘ম্যাচটা আমার কাছে একটা ‘বিশেষ’ ম্যাচ। কারণ, এই দু’টো দলই ফুটবলার হিসেবে আমাকে পরিচিতি দিয়েছে গোটা বিশ্বে। তাই এই ম্যাচের আগে কিছুই ভাবতে চাই না। অত্যন্ত কঠিন ম্যাচ হতে চলেছে দু’দলের কাছেই। ছেলেদের বলে দিয়েছি, তোমরা মাঠে নেমে যা করতে পার, সেটাই করে দেখাও।’’

সঙ্গে প্রতিপক্ষকে সমীহ করে জিদান বলেছেন, ‘‘চলতি মরসুমে দুর্দান্ত উন্নতি করেছে জুভেন্তাস। শেষ চারে যেতে গেলে জিততেই হবে রিয়ালকে। তবে চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে কখন কী হয়, কেউ জানে না। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা ফের জিতে হ্যাটট্রিক করা। আর তা করতে গেলে জেতা ছাড়া কোনও রাস্তা নেই।’’

গত বছর কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এই জুভেন্তাস-কে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। যে ম্যাচে জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখনও পর্যন্ত পাঁচ বার জুভেন্তাসের বিরুদ্ধে মাঠে নেমে সাতটি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE