Advertisement
৩০ এপ্রিল ২০২৪
News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৪

মুখোমুখি এটিকে মোহনবাগান বনাম আইএসএল ইস্টবেঙ্গল। টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের প্রস্তুতি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ০৭:২২
Share: Save:

কলকাতা ডার্বি

আজ মহারণ! ডার্বির উত্তাপে কাঁপবে কলকাতা। আবার মুখোমুখি এটিকে মোহনবাগান ও আইএসএল ইস্টবেঙ্গল। আজ, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খেলাটি শুরু হবে।

টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা

আজ টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার খেলা রয়েছে। দুপুর দেড়টা থেকে ওই খেলাটি শুরু হবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। চলতি সপ্তাহে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫,৯৩৬। স্বাস্থ্যভবন সূত্রে খবর, এখনও পর্যন্ত মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৬৬ জন। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনায়। এ ছাড়া হাওড়া, হুগলি, কলকাতা ও মুর্শিদাবাদ জেলায় আক্রান্তের সংখ্যা বেশি। এমতাবস্থায় আজ রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির দিকে নজর থাকবে।

ভারতীয় ক্রিকেট দলের খবর

টি২০ বিশ্বকাপে রবিবার ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ রয়েছে। তার আগে পর পর দু’টি ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা। এই ম্যাচটি জিতলে পয়েন্ট তালিকায় উপরের দিকে জায়গা পাকা করে নেবে ভারত। ফলে ম্যাচের দিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন রাহুল দ্রাবিড়ের ভারত। সেই মতো প্রস্তুতিও নেওয়া হচ্ছে। আজ শেষ মুহূর্তের পরিস্থিতি এবং ভারতীয় দলের খবরের দিকে নজর থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE