Advertisement
২৪ মার্চ ২০২৩
Table Tennis

CWG 2022: কমনওয়েলথ গেমসে আরও একটি সোনা, এ বার টেবিল টেনিসে সাফল্য ভারতের

ভারত গ্রুপ পর্বে জেতে বার্বাডোজ, সিঙ্গাপুর এবং উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তিনটি ম্যাচেই ভারত জিতেছিল ৩-০ ব্যবধানে।

ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ২০:১৭
Share: Save:

এ বার সোনা টেবিল টেনিসে। কমনওয়েলথ গেমসে পঞ্চম সোনা পেল ভারত। মঙ্গলবার সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়ে সোনা জিতল ভারতের ছেলেদের টেবিল টেনিস দল। গত বারও সোনা জিতেছিল ভারত।

Advertisement

ছেলেদের ডাবলসে ৩-০ জিতে নেন হরমীত দেসাই এবং জি সাথিয়ান। তাঁরা দাঁড়াতেই দেননি সিঙ্গাপুরের প্রতিযোগীদের। পরের সিঙ্গলসে যদিও হেরে যান শরৎ কমল। তিনি ১-৩ ব্যবধানে হেরে যান। কিন্তু সেই হার বড় হতে দেননি সাথিয়ান। তিনি সিঙ্গলস জিতে নেন ৩-১ ব্যবধানে। চতুর্থ ম্যাচে হরমীত জেতেন ৩-০ ব্যবধানে।

ভারত গ্রুপ পর্বে হারায় বার্বাডোজ, সিঙ্গাপুর এবং উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তিনটি ম্যাচেই ভারত জেতে ৩-০ ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে ভারত হারায় বাংলাদেশকে। সেমিফাইনালে ৩-০ ব্যবধানে ভারত হারায় নাইজেরিয়াকে।

দলগত ভাবে জয়ের পর এ বার সিঙ্গলস এবং ডাবলসেও পদকের আশা থাকবে ভারত। সেখানেও শরৎরা নামবেন পদক জয়ের লক্ষ্যেই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.