Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টি-টোয়েন্টি ধামাকায় কে রোহিত-সঙ্গী

এ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে কোহালির ভারত সব ক’টি ম্যাচই জিতেছে। টেস্ট সিরিজে প্রতিপক্ষকে ৩-০ হোয়াইটওয়াশ করার পরে পাঁচ ম্যাচের ওয়ান জে সিরিজ জিতেছে ৫-০।

নতুন: কুকুরের মুখ আঁকা ট্যাটু করাচ্ছেন কে এল রাহুল। মঙ্গলবার এই ছবি তিনি নিজেই পোস্ট করেন টুইটারে।

নতুন: কুকুরের মুখ আঁকা ট্যাটু করাচ্ছেন কে এল রাহুল। মঙ্গলবার এই ছবি তিনি নিজেই পোস্ট করেন টুইটারে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৪৭
Share: Save:

শ্রীলঙ্কা যতই দুর্বল প্রতিপক্ষ হোক, অনন্য এক নজিরে সামনেই দাঁড়িয়ে আছে বিরাট কোহালির ভারতীয় দল। বিদেশ সফরে ৯টি ম্যাচের ৯টিতেই জিতে ফেরার বিরল কীর্তির সামনে তাঁরা।

এ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে কোহালির ভারত সব ক’টি ম্যাচই জিতেছে। টেস্ট সিরিজে প্রতিপক্ষকে ৩-০ হোয়াইটওয়াশ করার পরে পাঁচ ম্যাচের ওয়ান জে সিরিজ জিতেছে ৫-০। প্রেমদাসায় আজ, ভারতীয় দলের সফর শেষ হচ্ছে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। সেখানেও প্রাক-ম্যাচ পূর্বাভাসে উঠে আসছে অসম লড়াইয়ের ইঙ্গিত। কোহালিরা যেখানে টগবগ করে ফুটছেন, শ্রীলঙ্কা সেখানে ধুঁকতে থাকা এক দল। প্রাক্তন ক্রিকেটার সিদ্ধার্থ ওয়েত্তিমুনি বলেছেন, শ্রীলঙ্কার ক্রিকেটে এত বড় অন্ধকার আর কখনও আসেনি। টেস্ট ও এক দিনের সিরিজ মিলিয়ে টানা আটটি ম্যাচ তারা হেরেছে। আজ, বুধবার হারলে স্কোরলাইন ৯-০ হবে।

শ্রীলঙ্কার জন্য সুখবর হচ্ছে, এই একটি ফর্ম্যাটে ভারতীয় দল এখনও একচেটিয়া ভাবে শাসন করতে পারেনি। তা সে যতই তারা আইপিএলের দেশের ক্রিকেটার হোক। শ্রীলঙ্কায় যাওয়ার আগেই কোহালিরা একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হেরেছেন ওয়েস্ট ইন্ডিজে। তাই নিজেদের সেরাটা দিতে পারলে ভারতকে হারানো সম্ভব। চলতি বছরে আটটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে পাঁচটি জিতেছে শ্রীলঙ্কা। অর্থাৎ জেতার শতকরা হারই বেশি। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে তারা। কিন্তু মুখোমুখি লড়াইয়ে ভারত এখনও ৬-৪ এগিয়ে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নেতিয়ে পড়া শ্রীলঙ্কার পক্ষে সেটা করে দেখানো সম্ভব কি না। একে তো তাদের ক্রিকেটারেরা কেউ ভাল কিছু করতে পারছেন না। উল্টো দিকে ভারতীয় দলের তারকারা সকলে দুর্ধর্ষ ফর্মে রয়েছে। বিরাট কোহালি শেষ দু’টি এক দিনের ম্যাচে সেঞ্চুরি করেছেন। রোহিত শর্মা রান পাচ্ছেন। মহেন্দ্র সিংহ ধোনি রান করেছেন, যদিও তাঁর মন্থর ধরনের ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকছে। টি-টোয়েন্টিতে চাপের মধ্যে ব্যাট করতে হলে ধোনিকে কিন্তু পরীক্ষার মুখে পড়তে হবে। ধোনির পড়তে থাকা স্ট্রাইক রেট চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। মণীশ পান্ডে বা কেদার যাদব সফল হয়েছেন।

আরও পড়ুন: জোহরা পড়বেই, সব দায়িত্ব নেবেন গম্ভীর

ভারতীয় দলে রোহিতের সঙ্গী ওপেনার কে হতে পারেন, সেটা আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোহালি আইপিএল ম্যাচে ওপেন করেন। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তিনি ওপেন করেছেন। কে এল রাহুলও আছেন। অজিঙ্ক রাহানেকে সম্ভবত বাইরেই থাকতে হবে। কিন্তু কোহালি না রাহুল, কে ওপেন করবেন সেটাই দেখার। রাহুলকে ওয়ান ডে সিরিজে মিডল অর্ডারে খেলানো হয়েছিল কিন্তু তিনি একেবারেই সুবিধে করতে পারেননি। অনেকের মনে হচ্ছে, তিনি সীমিত ওভারের ক্রিকেটের উপযুক্ত নন। সেই সংশয়ের জবাব কী ভাবে রাহুল দেবেন, সেটাও দেখার। মার্কিন মুলুকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন। কিন্তু তার পরে কাঁধের অস্ত্রোপচারের জন্য ছিটকে যান। ফিরে এসে দারুণ কিছু করতে পারেননি এখনও। রাহুলের ভবিষ্যৎ নিয়ে তাই অনিশ্চয়তা থেকে যাচ্ছে।

ম্যাচের আর একটি আকর্ষণ লাসিথ মালিঙ্গা বনাম ভারতীয় মালিঙ্গা। মুম্বই ইন্ডিয়ান্সে মালিঙ্গারই সতীর্থ যশপ্রীত বুমরা। শ্রীলঙ্কার পেসারের কাছ থেকে অনেক পরামর্শও পেয়েছেন তিনি। এখন মালিঙ্গার ফর্ম নিম্নমুখী, বুমরা সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম সেরা বোলার হিসেবে উঠে এসেছেন। মালিঙ্গা প্রবল চাপে, বুমরা ফুরফুরে। শ্রীলঙ্কার ক্রিকেট মহলে মালিঙ্গাকে বাতিল করার আওয়াজ উঠে গিয়েছে। হয়তো টি-টোয়েন্টি ম্যাচেও কিছু করতে না পারলে তাঁকে নিয়ে কঠোর হতে পারেন নির্বাচকেরা।

যদিও শ্রীলঙ্কার নির্বাচকদের বিস্ময়কর সব কাণ্ডকারখানা এমন বিপর্যয়ের মধ্যেও থামেনি। একেবারে শেষ মুহূর্তে তাঁরা টি-টোয়েন্টি দলে পরিবর্তন করেছেন। কুশল মেন্ডিসকে এই মুহূর্তে শ্রীলঙ্কার সব চেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান ধরা হচ্ছে। তাঁকে বুধবারের ম্যাচ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। দীনেশ চান্ডিমলও নেই। নতুন বাঁ হাতি পেসার বিশ্ব ফার্নান্দোকেও বাদ দেওয়া হয়েছে। এত ঘন-ঘন পরিবর্তনে দলের কী উপকারটা হবে, সেই প্রশ্ন উঠছে। কলম্বোয় বুধবারের ম্যাচে বৃষ্টিও বিঘ্ন ঘটাতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE