দশ সপ্তাহ পরে জুভেন্টাসের অনুশীলনে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একই দিনে উদ্বেগ বাড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ছ’জন ফুটবলার নতুন করে করোনা আক্রান্ত বলে খবর বেরিয়ে পড়ল। ইপিএল ক্লাবগুলি থেকে মোট ৭৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে তিনটি ক্লাব থেকে মোট ৬ জনের করোনা পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে।
ইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাত দিনের জন্য এই ছয় ফুটবলারকে নিভৃতবাসে পাঠানো হবে। তবে ক্লাব বা ফুটবলারদের নাম জানানো হবে না। সোমবারেই ইপিএল ক্লাবদের বৈঠকে ভোটাভুটিতে ঠিক হয়, পাঁচ জনের দল করে ট্রেনিং শুরু করা হবে। তার চব্বিশ ঘণ্টার মধ্যে ছয় ফুটবলারদের আক্রান্ত হওয়ার খবরে তাই কিছুটা হলেও ফুটবল প্রত্যাবর্তনের অভিযান ধাক্কা খেয়েছে।
যদিও বিশ্বের সব বড় লিগগুলিতে করোনা পরীক্ষা চালু রাখার পাশাপাশি ফুটবলকে ফেরানোর প্রয়াস অব্যাহত। এর আগে জার্মানির বুন্দেশলিগায় ১৭০০ জন ফুটবলারের পরীক্ষায় ১০ জনের করোনা ধরা পড়ে। তাতে থেমে থাকেনি বুন্দেশলিগা ফের চালু করার উদ্যোগ। জুভেন্টাসের অনুশীলনে রোনাল্ডোর যোগ দেওয়া ফুটবলের প্রত্যাবর্তনের রাস্তাকে আরও গতি পাইয়ে দিচ্ছে। অনুশীলনে প্রথম দিনেই সি আর সেভেনকে মেডিক্যাল পরীক্ষা দিতে হয়। পাঁচ বারের ব্যালন ডি’ওর-জয়ী পর্তুগিজ মহাতারকা নিজের দেশ থেকে তুরিনে এসেছেন অনেক আগেই। করোনাভাইরাস সংক্রমণে বিধ্বস্ত ইটালিতে তাঁকে দু’সপ্তাহ নিভৃতবাসে থাকার পরে ট্রেনিংয়ে যোগ দিতে দেওয়া হয়েছে। ইটালি করোনায় সব চেয়ে বেশি আক্রান্ত দেশগুলির অন্যতম হলেও এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ফুটবল চালু করার অনুমতি দেওয়া হয়েছে। ইটালির প্রধান লিগ ‘সেরি-আ’ সম্ভবত ১৩ জুন ফের শুরু হবে।