Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Coronavirus

ডাক্তারদের ভিডিয়ো দেখে ক্লপ আবেগপ্রবণ

ইংল্যন্ডের এইসব স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি ভিডিয়ো তৈরি করা হয়েছে। সেখানে এক জায়গায় স্বাস্থ্যকর্মীরা গেয়ে ওঠেন লিভারপুলের সেই বিখ্যাত থিমসং, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ (কখনও তুমি একা হাঁটবে না)। 

য়ুর্গেন ক্লপ

য়ুর্গেন ক্লপ

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২০ ০৩:৩৮
Share: Save:

২৮ মার্চ: ইংল্যন্ডের স্বাস্থ্যকর্মীরা যে ভাবে জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসের সঙ্গে কার্যত ২৪ ঘণ্টা লড়াই চালিয়ে যাচ্ছেন, তা দেখে অভিভূত লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ। ইংল্যন্ডের এইসব স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি ভিডিয়ো তৈরি করা হয়েছে। সেখানে এক জায়গায় স্বাস্থ্যকর্মীরা গেয়ে ওঠেন লিভারপুলের সেই বিখ্যাত থিমসং, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ (কখনও তুমি একা হাঁটবে না)।

যা দেখে চোখের জল ধরে রাখতে পারেননি লিভারপুল-ম্যানেজার। ক্লপ নিজেই সে কথা স্বীকার করে মন্তব্য করেছেন, ‘‘কথা টেনে যাওয়ার মতো ভাল ইংরেজি জানি না। কিন্তু অসাধারণ কিছু দেখলাম! গত কালই আমাকে ভিডিয়োটা পাঠানো হয়েছিল। যেখানে দেখা যাচ্ছে, ইনটেনসিভ কেয়ার ইউনিটের বাইরে কিছু মানুষ ভিতরের লোকেদের উদ্দেশে গাইতে শুরু করল, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’! এবং তা দেখে প্রায় সঙ্গে সঙ্গেই কাঁদতে শুরু করলাম। পুরো ব্যাপারটাই আমার কাছে অবিশ্বাস্য মনে হল।’’

এখানেই থামেননি ক্লপ। আরও বলেছেন, ‘‘এই ভিডিয়োই যা বলার, তার সব কিছুই জানিয়ে দিয়েছে। ওরা তো শুধু কাজ করছে না, সেইসঙ্গে এক অবিশ্বাস্য উদ্দীপনাও দেখিয়ে যাচ্ছে। তাই কী ভাবে যে ওদের শ্রদ্ধা জানাব, নিজেও জানি না। হয়তো সেটা করার ক্ষমতাও আমার নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health Jürgen Klopp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE