Advertisement
E-Paper

ক্রিকেট বৈষম্যে বিপ্লব অস্ট্রেলিয়ায়

ক্রীড়া জগতে ছেলে বনাম মেয়েদের আর্থিক বৈষম্য নিয়ে এর আগে অনেকেই মুখ খুলেছেন। টেনিস দুনিয়ায় মেয়েদের দাবি মেনে ছেলেদের সমপরিমাণ পুরস্কার অর্থ দেওয়া হয় গ্র্যান্ড স্ল্যামে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ০৩:৪৬

ক্রিকেটে নতুন রাস্তা কি দেখাচ্ছে অস্ট্রেলিয়া? বৃহস্পতিবারের পরে এ রকম একটা কথা বলাই যায়।

দীর্ঘ দিন টালবাহানার পরে অস্ট্রেলীয় ক্রিকেটারদের সঙ্গে নতুন করে আর্থিক চুক্তি করল অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। যেখানে আগামী পাঁচ বছরে ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই হাজার কোটি ভাগ করে দেওয়া হবে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে। চমকটা এখানে নয়। চমকটা হল, শুধু ছেলে ক্রিকেটারদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না এই চুক্তি। এর আওতায় আনা হয়েছে সে দেশের মেয়ে ক্রিকেটারদেরও। যার ফলে এই প্রথম অস্ট্রেলিয়ার ছেলে এবং মেয়ে ক্রিকেটারেরা সমপরিমাণ আর্থিক সুবিধে পাবেন বোর্ডের থেকে। যা ক্রিকেটবিশ্বে কখনও দেখা যায়নি।

ক্রীড়া জগতে ছেলে বনাম মেয়েদের আর্থিক বৈষম্য নিয়ে এর আগে অনেকেই মুখ খুলেছেন। টেনিস দুনিয়ায় মেয়েদের দাবি মেনে ছেলেদের সমপরিমাণ পুরস্কার অর্থ দেওয়া হয় গ্র্যান্ড স্ল্যামে। কিন্তু ক্রিকেটে যে এ রকম কোনও ঘটনা ঘটতে পারে, তা আঁচ করা যায়নি। বরং মনে হচ্ছিল, ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলায় স্মিথদের বাংলাদেশ সফর না বানচাল হয়ে যায়। অস্ট্রেলীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সিইও অ্যালিস্টেয়ার নিকোলাস বলেছেন, ‘‘এই মডেলটা হল লিঙ্গ বৈষম্যহীন একটা আর্থিক মডেল। অস্ট্রেলীয় ক্রীড়াক্ষেত্রে মেয়েদের এত বড় আর্থিক চুক্তি বৃদ্ধি এর আগে ঘটেনি।’’

আরও পড়ুন: মঁফিলকে হারিয়ে অঘটন ভামব্রির

তবে গোটা প্রক্রিয়া এত সহজে হয়নি। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড বলেছেন, ‘‘পুরো ব্যাপারটা খুব সহজে মেটেনি। ভবিষ্যতই বলে দেবে, এই লড়াইটা কতটা যুক্তসঙ্গত ছিল।’’

বৈপ্লবিক চুক্তি

• পুরুষ ও মেয়েদের জন্য একই চুক্তি। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে যা কখনও হয়নি।

• লভ্যাংশের ৩০ শতাংশ ভাগ হবে পুরুষ ও মেয়ে ক্রিকেটারদের মধ্যে।

• যার মধ্যে ২.৫ শতাংশ পারফরম্যান্সের ভিত্তিতে ভাগ করে দেওয়া হবে।

• অস্ট্রেলিয়ার মেয়েদের ক্রিকেট ইতিহাসে বৃহত্তম আর্থিক চুক্তি বৃদ্ধি।

• সূচি অনুযায়ী বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ড সফর।

তবে স্টিভ স্মিথ থেকে ওয়ার্নার— সবাই স্বাগত জানিয়েছেন নতুন এই চুক্তিকে। স্মিথ টুইট করেন, ‘চুক্তিটা হওয়ায় দারুণ লাগছে। লম্বা আর কঠিন প্রক্রিয়া ছিল এটা। যাই হোক, এ বার মাঠে ফিরতে পারব।’ ওয়ার্নারের টুইট, ‘সব ক্রিকেটারদের মধ্যে লভ্যাংশ ভাগ করে দেওয়া খুব ভাল ব্যাপার। ঘরোয়া ক্রিকেটেও উন্নতি হবে।’

অস্ট্রেলীয় ক্রিকেট যে রাস্তা দেখাল, সে পথে কি চলবে বাকি দেশগুলো? প্রশ্ন এখন সেটাই। ভারতে মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা বিশ্বকাপ ফাইনালে উঠলেও বিরাট কোহালিদের কাছে ধারে আসেন না আর্থিক চুক্তির ক্ষেত্রে। এ দিন ভারতীয় বোর্ড ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের বেতন বাড়ানো হবে বলে ইঙ্গিত দিয়েছে। কিন্তু সেটা শুধু ছেলেদের ক্ষেত্রেই আপাতত সীমাবদ্ধ থাকছে। অস্ট্রেলিয়া নতুন রাস্তা দেখানোর পরে তাতে কোনও বদল হয় কি না, সেটাই দেখার।

Cricket Australia Australia Cricketers স্টিভ স্মিথ Steve Smith অস্ট্রেলিয়া
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy