সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করেছে ভারত সফরের সূচি। কিন্তু তা যে চূড়ান্ত নয়, তা জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়ে দিয়েছেন যে, অস্ট্রেলিয়ায় যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তবে ভারত সফরের সূচিতে পরিবর্তন হবে। তাঁর কথায়, “যে সূচি প্রকাশিত হয়েছে তা আট বছরের ফিউচার ট্যুর পোগ্রাম অনুসারে আগে থেকে পরিকল্পিত। আইসিসি যদি এই বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ না করে, তা হলে অক্টোবরে অস্ট্রেলিয়ায় যাব কেন? কেনই বা ফিরে আসব আর আবার যাব?”
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত সূচি অনুসারে অক্টোবরে অস্ট্রেলিয়ায় গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আর টেস্ট সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর থেকে। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়, তা হলে ভারতীয় দলকে প্রায় তিন মাস থাকতে হবে অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপ না হলে অবশ্য মাঝখানে ফাঁকা সময় বেরিয়ে পড়বে। ক্রিকেটমহলে জল্পনা, টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে সেই সময়ে আইপিএল আয়োজনের ভাবনা রয়েছে বিসিসিআইয়ের।