Advertisement
১১ ডিসেম্বর ২০২৩
bengal cricket

সিএবি লিগ অঙ্কিতাময়, তিন জনের দাপট দুই ম্যাচে

জয় পেল টিম মেরুন এবং গ্রিন। দাপট দেখালেন অঙ্কিতা মাহাতো, অঙ্কিতা চক্রবর্তী এবং অঙ্কিতা বর্মণ।

Representative image of cricket

সিএবি লিগে জয় পেল টিম মেরুন এবং গ্রিন। —প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ১৮:৫৫
Share: Save:

বাংলার ক্রিকেট সংস্থার এক দিনের মিটে অঙ্কিতাদের দাপট। দু’টি ম্যাচে তিন অঙ্কিতা রান পেলেন। ম্যাচও জেতালেন। জয় পেল টিম মেরুন এবং গ্রিন। দাপট দেখালেন অঙ্কিতা মাহাতো, অঙ্কিতা চক্রবর্তী এবং অঙ্কিতা বর্মণ।

প্রথম ম্যাচে মুখোমুখি হয় টিম মেরুন এবং টিম মেজেন্টা। মেরুন দলের হয়ে অঙ্কিতা মাহাতো ৬৪ রান করে অপরাজিত থাকেন। ৩০ ওভারে ১৯৫ রান তোলে মেরুন। জবাবে অঙ্কিতা চক্রবর্তী ৪৭ রান করলেও তাঁর দল থেমে যায় ১৪৬ রানে। মেরুন দলের হয়ে মৌলি হালদার ১৭ রানে ৪ উইকেট নেন।

অন্য ম্যাচে, টিম গ্রিন হারিয়ে দেয় টিম পিঙ্ককে। প্রথমে ব্যাট করে পিঙ্ক দল ১৫২ রান তোলে। জবাবে সেই রান অনায়াসে তুলে নেয় গ্রিন দল। ৮ উইকেট হাতে নিয়ে ম্যাচ জেতে তারা। ৭০ রান করেন অঙ্কিতা বর্মণ। তাঁর দাপটেই ম্যাচ জেতে গ্রিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE