কবাডি লিগের দল জয়পুর পিঙ্ক প্যান্থার্সের অন্যতম মালিক তিনি। সহ-মালিক রয়েছেন ফুটবলে আইএসএলের দল চেন্নাইয়িন এফসি-র। এ বার ক্রিকেটেও টাকা ঢালতে চলেছেন অভিষেক বচ্চন। ইউরোপের একটি ক্রিকেট লিগের সহ-মালিক হয়েছেন তিনি। সোমবারই এই ঘোষণা করা হয়েছে।
এ বছর থেকেই শুরু হতে চলেছে ইউরোপিয়ান টি২০ প্রিমিয়ার লিগ। এটি আইসিসি- অনুমোদিতে একটি ব্যক্তিগত লিগ। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস— এই তিনটি দেশের ক্রিকেটারেরা খেলবেন বাকি বিশ্বের ক্রিকেটারদের সঙ্গে। অভিষেক এই লিগের সঙ্গে যুক্ত হওয়ার পর তার আকর্ষণ আরও অনেকটাই বেড়ে যাবে বলে আশা করছেন আয়োজকেরা।
আরও পড়ুন:
১৫ জুলাই থেকে ৩ অগস্ট চলবে ইটিপিএল। উপরোক্ত তিনটি দেশের ক্রিকেটারেরাই মূলত খেলবেন সেই প্রতিযোগিতায়। বিনিয়োগের পর অভিষেক বলেছেন, “ক্রিকেট শুধু একটা খেলা নয়, গোটা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করার একটি শক্তি। বিশ্বব্যাপী ক্রিকেটের আকর্ষণ বাড়ানোর জন্য ইটিপিএল কার্যকরী ভূমিকা নেবে বলে আমার বিশ্বাস। ২০২৮ অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়বে।”