নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় জয় নিশ্চিত হয়ে গিয়েছে গুয়াহাটিতেই। বুধবার বিশাখাপত্তনমে সিরিজ়ের চতুর্থ ম্যাচে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে পারে ভারতীয় শিবির। সূর্যকুমার যাদবদের প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের আগে কোচ গৌতম গম্ভীরের চিন্তা বাড়িয়েছে সঞ্জু স্যামসনের ব্যাটিং। যদিও মঙ্গলবার সাংবাদিকদের সামনে উদ্বেগের কথা মানতে চাননি ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে সঞ্জুর রান যথাক্রমে ১০, ৬ এবং শূন্য। তিনি ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত ওপেনার। উইকেটরক্ষকও। স্বভাবতই সঞ্জুর টানা ব্যর্থতা চাপ বাড়াচ্ছে। ওপেনিং জুটিতে প্রত্যাশিত রান উঠছে না। রানের খোঁজে থাকা সঞ্জুকে নিয়ে চিন্তিত নন মর্কেল। তিনি বলেছেন, ‘‘একটা ভাল ইনিংসই সঞ্জুকে চেনা ফর্মে ফিরিয়ে দেবে। আমরা সকলে জানি ফর্ম সাময়িক। আমরা এখন বিশ্বকাপের প্রস্ততি পর্বে রয়েছি। আসল সময়ে সেরা ফর্মে থাকাটাই গুরুত্বপূর্ণ। সঞ্জু অনুশীলনে যথেষ্ট পরিশ্রম করছে। নেটে বল মারছেও ভাল। আমার তো মনে হয় যে কোনও ম্যাচেই বড় রান করবে।’’
ভারতীয় শিবিরে উদ্বেগ না থাকলেও নিউ জ়িল্যান্ড শিবির চিন্তিত। কিউয়িদের চিন্তা অভিষেক শর্মাকে নিয়ে। এ দিন নিউ জ়িল্যান্ডের বোলিং কোচ জ্যাকব ওরাম এক রকম স্বীকার করে নিয়েছেন অভিষেককে থামানোর উপায় তাঁরা খুঁজে পাচ্ছেন না। সিরিজ়ের প্রথম তিনটি ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রান করেছেন অভিষেক। তাঁর স্ট্রাইক রেট ২৭১.৪২।
কী ভাবে থামাবেন অভিষেককে? ওরাম বলেছেন, ‘‘উত্তর সহজ। ওকে থামানো খুবই কঠিন। স্ট্রাইক রেট দেখুন। মারতে শুরু করলে ওর ব্যাটিংয়ের কোনও দুর্বলতাই খুঁজে পাওয়া যায় না। ওর বিরুদ্ধে পরিকল্পনা করাও কঠিন। ব্যাটিং হোক বা বোলিং, ক্রিকেটে সবচেয়ে কঠিন কাজ হল পরিকল্পনা বাস্তবায়িত করা।’’
বুধবারও এই উদ্বেগ নিয়েই খেলতে হবে নিউ জ়িল্যান্ডকে। কারণ ভারতের ওপেনিং জুটিতে পরিবর্তনের সম্ভাবনা নেই। সঞ্জু এবং অভিষেক ওপেন করবেন। তিন নম্বরে নামবেন ঈশান কিশন। চার নম্বরে অধিনায়ক সূর্যকুমার। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে থাকতে পারেন শ্রেয়স আয়ার। ভারত সিরিজ় জিতে যাওয়ায় এই ম্যাচে সম্ভবত বিশ্রাম দেওয়া হবে হার্দিক পাণ্ড্যকে। ছয় নম্বরে নামবেন শিবম দুবে। সাত নম্বরে রিঙ্কু সিংহের খেলা নিয়েও প্রশ্ন নেই।
ব্যাটিং অর্ডারের আট থেকে এগারো নম্বর পর্যন্ত থাকবেন চার বিশেষজ্ঞ বোলার। দলে ফিরতে পারেন বরুণ চক্রবর্তী। তিনি খেলতে পারেন কুলদীপ যাদবের জায়গায়। আগের ম্যাচে ভাল পারফর্ম করা রবি বিষ্ণোই সম্ভবত বুধবারের প্রথম একাদশেও থাকবেন। দুই জোরে বোলার হতে পারেন অর্শদীপ সিংহ এবং জসপ্রীত বুমরাহ। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে হর্ষিত রানাকে।