দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজেই শততম টেস্ট খেলা হয়ে যেত বিরাট কোহলীর। কিন্তু চোটের জন্য জোহানেসবার্গ টেস্ট থেকে সরে দাঁড়ানোয় এই সিরিজে কোহলীর শততম টেস্ট খেলা হচ্ছে না। এখন প্রশ্ন, কোহলী তা হলে শততম টেস্ট কবে খেলবেন।
আইসিসি-র এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) অনুযায়ী এর জন্য কোহলীকে অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে ক্ষেত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে শততম টেস্ট খেলার সুযোগ পাবেন কোহলী।
এখনও পর্যন্ত ৯৮টি টেস্ট খেলেছেন কোহলী। জোহানেসবার্গ টেস্টে খেললে সেটি তাঁর ৯৯তম টেস্ট হতো। কিন্তু কোহলী এই টেস্ট খেলছেন না। চোট সারিয়ে কেপ টাউনে সিরিজের শেষ টেস্টে কোহলী খেললে সেটি তাঁর ৯৯তম টেস্ট হবে।