মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার প্রতিবাদে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আসবে না, জানিয়ে দিল বাংলাদেশ। সে দেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তাদের দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার কথাও ভাবছে বাংলাদেশ।
বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তাঁর ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা লিখেছেন। তিনি লিখেছেন, “ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি, বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যেখানে ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।”
ভারতের বদলে তাঁরা শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ খেলতে চান বলেও জানিয়েছেন নজরুল। এই ব্যাপারে আইসিসি-র সঙ্গে আলোচনার জন্য বিসিবিকে নির্দেশ দিয়েছেন নজরুল। তিনি লিখেছেন, “বাংলাদেশ বোর্ডকে বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে, বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় করার অনুরোধ জানানোর নির্দেশও আমি দিয়েছি।”
আরও পড়ুন:
ঘটনা হল, এখন আইসিসির চেয়ারম্যান ভারতের জয় শাহ। তিনি একই সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্রও। ফলে বাংলাদেশ যদি আইসিসি-র দ্বারস্থ হয়, তা হলে জয় শাহেরা কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার।
নজরুল চান, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হোক। তিনি লিখেছেন, “আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়। আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও দেশের অবমাননা মেনে নিব না।”
নজরুলের মতে, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতিস্কীকার করে মুস্তাফিজুরকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া হবে কি না, তা নিয়ে আলোচনার জন্য শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জরুরি ভিত্তিতে বৈঠক ডাকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। তার মধ্যে তিনটি ম্যাচ রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে। বিশ্বকাপের প্রথম দিনই ইডেনে বাংলাদেশের খেলার কথা ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। বাংলাদেশের চতুর্থ ম্যাচটি মুম্বইয়ে হওয়ার কথা।