সদ্য টি২০ দলের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। এক দিনের দলের সহ-অধিনায়কও তিনি। অন্য দিকে আবার টেস্ট দলে বিরাট কোহলীর ডেপুটি অজিঙ্ক রহাণে। কিন্তু টেস্ট দলে সহ-অধিনায়ক হওয়ার জন্য সব সময় একটা প্রতিযোগিতা চলে তাঁদের মধ্যে। এ হেন রহাণে শুভেচ্ছা জানালেন রোহিতকে।
রবিবার নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। অধিনায়ক হিসাবে প্রথম সিরিজে ১০০ শতাংশ সফল রোহিত। তাঁর এই কীর্তির পরেই শুভেচ্ছা বার্তা ভেসে এসেছে রহাণের তরফে। টুইট করে তিনি লেখেন, ‘সিরিজ জিতে দুরন্ত শুরুর জন্য রোহিতকে অভিনন্দন। এখনও অনেক জয় বাকি।’